গেম খেলছেন কিংবা রিলস দেখছেন—হুট করে দেখলেন ৭০ পার্সেন্ট চার্জ কমে ১৯ এ নেমেছে। কয়েকবার এমন ঘটলে মনে হতে পারে, ব্যাটারি বুঝি নষ্ট হয়ে গেছে। আদপে সব সময় কিন্তু তেমন নয়। কিছু কিছু ক্ষেত্রে ব্যাটারির চার্জ দ্রুত শেষ হওয়ার পেছনে কয়েকটি কারণ থাকে। ফোনের সেটিং পরিবর্তন করে এই সমস্যার সমাধান মেলে।
মূলত ব্যাটারি দ্রুত শেষ হওয়ার পেছনে আছে প্রযুক্তিগত কারণ। অ্যান্ড্রয়েড বা আইফোনে ৫টি ফিচার থাকে, যেগুলো বন্ধ করে দিলে ব্যাটারির আয়ু বেড়ে যায়।