আপনার ফোনে আসা বিজ্ঞাপনের বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন যেভাবে

আপনার ফোনে আসা বিজ্ঞাপনের বিরক্তিকর মেসেজ বন্ধ করবেন যেভাবে

আপনার ফোনে কিংবা সামাজিক মাধ্যম ফেসবুক-ইনস্টাগ্রাম কোথাও শান্তি নেই। নানান রকম বিজ্ঞাপন ও ভিডিও মেসেজ আসায় বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন সংস্থা ফোনে তাদের প্রোমোশনাল এসএমএস পাঠিয়ে থাকে। একে বলে বাল্ক এসএমএস। অর্থাৎ টেলিফোন প্রোভাইডরকে টাকা দিয়ে মোবাইল ব্যবহারকারীদের কাছে নিজেদের পণ্যের প্রচার করে থাকে বিজ্ঞাপনী সংস্থাগুলো। আর ব্যবহারকারীরা চাইলে এ ধরনের এসএমএস সহজেই বন্ধ করতে পারেন। আসুন জেনে নেওয়া যাক, যেভাবে আপনার ফোনে আসা বিজ্ঞাপনের মেসেজ বন্ধ করবেন।

প্রথমই আপনি যেখানে-সেখানে কিউআর কোড স্ক্যান করবেন না। এর থেকে আগেই সতর্ক হোন। প্রথমে আপনার স্মার্টফোনের সেটিংসে যান। এরপর সেখান থেকে গুগলে যান। গুগলে ঢোকার পর শুরুতেই থাকা ‘অ্যাডস’ অপশনে ক্লিক করুন। এবার পাবেন ‘অ্যাডস পারসোনালাইজড’ নামে একটি অপশন, সেটি অন করুন। এরপর ‘ইওর অ্যাডভারটাইজিং আইডি’ নামের অপশনটি রিসেট করে নিন। রিসেট করার পর ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এতে বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি মিলবে।

এ ছাড়া আরও একটি অপশন রয়েছে— ফোনের ব্রাউজার থেকেও এই বিজ্ঞাপন আসার মেসেজ বন্ধ করা যায়। সে জন্য প্রথমে আপনাকে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকতে হবে। এরপর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে ঢুকবেন। সাইটের বাম পাশে ওপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন। সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে। সেখানে যাওয়ার পর ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’ থাকলে অফ করে দিতে হবে। এরপর ওপরে ডান পাশে থ্রি ডটের মেন্যুটিতে ক্লিক করে চলে যান সেটিংসে। সেখানে যাওয়ার পর নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পর ‘কুকিজ’-এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই অ্যাড আসা বন্ধ হবে।