অ্যাপল তাদের ভিশন প্রো হেডসেটের জন্য একটি যুগান্তকারী ফিচার পরীক্ষা করছে, যা ব্যবহারকারীদের শুধু চোখের ইশারায় স্ক্রোল করার সুযোগ দেবে। অর্থাৎ, দীর্ঘ লেখা পড়া, অ্যাপ ব্রাউজিং কিংবা কনটেন্ট নেভিগেশন-সবই সম্ভব হবে হাত নাড়ানো ছাড়াই।
বিশিষ্ট অ্যাপল বিশ্লেষক মার্ক গুরম্যানের বরাতে দ্য ভার্জ জানিয়েছে, আপকামিং VisionOS 3 সফটওয়্যারে এ ফিচার অন্তর্ভুক্ত করা হচ্ছে। নতুন এ অপারেটিং সিস্টেমে চোখ যেখানে থাকবে, স্ক্রিন ঠিক সেখানে ফোকাস করবে। আপনি শুধু চোখের দৃষ্টির সাহায্যে মেনু থেকে মেনুতে যেতে পারবেন কিংবা পেজ স্ক্রোল করতে পারবেন খুব সহজেই।
এ ফিচারটি প্রথমে অ্যাপলের নিজস্ব অ্যাপগুলোর সঙ্গে কাজ করবে। তবে তৃতীয় পক্ষের অ্যাপ ডেভেলপারদের জন্যও টুলস আনছে অ্যাপল, যাতে করে তারাও তাদের অ্যাপে এ চোখ-নিয়ন্ত্রিত স্ক্রোলিং সুবিধা যুক্ত করতে পারে। এর ফলে এক নতুন ধরনের হ্যান্ডস-ফ্রি ইন্টারঅ্যাকশন অভিজ্ঞতা তৈরি হতে যাচ্ছে, যা ভার্চুয়াল ও মিক্সড রিয়ালিটি জগতে অ্যাপলকে এগিয়ে রাখবে।
বিশেষজ্ঞরা বলছেন, এটি শুধু প্রযুক্তিগতভাবে নয়, ব্যবহারকারীর অভিজ্ঞতা এবং অ্যাক্সেসিবিলিটির দিক থেকেও একটি বড় অগ্রগতি। যারা শারীরিকভাবে হাত ব্যবহার করতে পারেন না, তাদের জন্য এ ফিচারটি হতে পারে একটি রেভ্যুলুশনারি সমাধান।
অ্যাপলের এ উদ্ভাবন প্রযুক্তি দুনিয়ায় ভবিষ্যতের ইন্টারফেস ডিজাইনের ধারা পাল্টে দিতে পারে। চোখের দৃষ্টির শক্তিকে কম্পিউটিং কমান্ডে রূপান্তরের এ চেষ্টাই প্রমাণ করে-অ্যাপল এখনো ভবিষ্যৎ নির্মাণে অন্যতম পথপ্রদর্শক।