ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোক করে মারা গেলেন পিতা

ছেলের হাতে হাতকড়া দেখে স্ট্রোক করে মারা গেলেন পিতা

ফেনীতে ছেলের হাতে হাতকড়া লাগানো দেখে স্ট্রোক করে পিতা আলী আকবরের মৃত্যু হয়েছে। বুধবার রাতে ফেনী মডেল থানা প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।

আলী আকবর ফেনীর সদর উপজেলার শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বাসিন্দা।

সূত্রে জানা গেছে, শর্শদী ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আলী হোসেন ফাহাদকে (২০) শর্শদী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধবার রাতে গ্রেফতার করে জেলা গোয়েন্দা পুলিশ। খবর পেয়ে বাবা আলী আকবর রাতে ছেলেকে দেখতে ফেনী মডেল থানায় যান। ছেলের হাতে হাতকড়া দেখে সেখানেই স্ট্রোক করেন আলী আকবর।

এ সময় প্রত্যক্ষদর্শীরা থানার নিকটস্থ ফেনী ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার পরিবারের দাবি, ফাহাদের নামে কোনো মামলা নাই। তারপরও তাকে গ্রেফতার করেছে পুলিশ।

ফেনী গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মর্ম সিংহ ত্রিপুরা যুগান্তরকে বলেন, ফেনী মডেল থানা পুলিশের অনুরোধে আমাদের সহযোগিতায় ফাহাদকে আটক করে থানায় হস্তান্তর করা হয়েছে।

ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান জানান, ফাহাদকে অভিযোগের ভিত্তিতে আটক করা হয়। তার বাবার মৃত্যু হওয়ায় পরবর্তীতে হাজির হওয়ার শর্তে আত্মীয়স্বজনদের জিম্মায় তাকে ছেড়ে দেওয়া হয়েছে।