আসামির সঙ্গে ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

আসামির সঙ্গে ঘুস লেনদেনের ভিডিও ভাইরাল, এসআই প্রত্যাহার

ফেনীর পরশুরাম থানায় নারী নির্যাতন মামলার এক আসামির সঙ্গে ঘুস লেনদেনের ভিডিও ছড়িয়ে পড়ার পর ফেনীর পরশুরাম মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু ছৈয়দকে পুলিশ লাইনসে প্রত্যাহার (ক্লোজড) করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে যুগান্তরকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেন ফেনীর পুলিশ সুপার মো. হাবিবুর রহমান।

বুধবার রাতে উপ-পরিদর্শক আবু ছৈয়দের ঘুস লেনদেনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তারপর থেকে জেলাজুড়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

জানা গেছে, গত ২২ জুন উপজেলার অনন্তপুর গ্রামের মৃত জামাল উদ্দিনের স্ত্রী পান্না আক্তারকে পিটিয়ে জখম করেন একই গ্রামের নুরুজ্জামানের ছেলে আব্দুস সাত্তার (৫৫)। এ ঘটনায় ওই দিন সাত্তারের বিরুদ্ধে মামলা করেন ভুক্তভোগী নারী। মামলাটি তদন্তের দায়িত্ব পান এসআই আবু ছৈয়দ। ঘটনার দিন পরশুরাম বাজারের হাসপাতাল রোডের আব্দুস সাত্তারের বাসায় যান তদন্তকারী কর্মকর্তা। বাসার সিঁড়ির নিচে একান্তভাবে কথোপকথনের একপর্যায়ে টাকা লেনদেন করতে দেখা গেছে। ঘটনাস্থলের সিসিটিভিতে তা রেকর্ড হয়।

তবে ঘুস নেওয়ার বিষয়টি অস্বীকার করে এসআই আবু ছৈয়দ বলেন, আসামি সাত্তার আমাকে টাকা দেওয়ার চেষ্টা করলে তখন আমি নিজের পকেটে থাকা টাকা বের করে সাত্তারকে দেখিয়ে বলেছি, টাকা আমার কাছে আছে, টাকা লাগবে না। এখানে কোনো ধরনের টাকা লেনদেন বা এমন কিছু হয়নি।

এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মুহাম্মদ সাইফুল ইসলাম যুগান্তরকে বলেন, বুধবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজ দেখে এসআই আবু ছৈয়দকে তাৎক্ষণিক প্রত্যাহার করে ফেনী পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তদন্তসাপেক্ষে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।