নেত্রকোনায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির রক্তদান কর্মসূচি
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ড্যাবের উদ্যাগে নেত্রকোনায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন করা হয়েছে।
শহরের ছোটবাজার দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার অনুষ্ঠানে স্বেচ্ছায় রক্তদান ও ব্লাড গ্রুপিং কার্যক্রমের উদ্বোধন করেন জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডা. আনোয়ারুল হক।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা বিএনপির সদস্য সচিব ড. রফিকুল ইসলাম হিলালী, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, এসএম মনিরুজ্জামান দুদু, জেলা কৃষক দলের সভাপতি সালাউদ্দিন খান মিল্কি, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস, এম শফিকুল কাদের সুজা, ড্যাব নেতা ডা. মাজহারুল আলম মাজু, ডা. রায়হান, ডা. সায়েম, ডা. আফসানা আফরিন রিতা, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মেহেরুল আমল রাজু, সাধারণ সম্পাদক এসএম মোয়াজ্জেম হোসেন, জেলা যুবদল, স্বেচ্ছাসেবক দল, জেলা ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।