ভারতে যাওয়ার সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় বেনাপোলে ছাত্রলীগ নেতা আটক

চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার সময় যশোরের বেনাপোল স্থলবন্দরে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি আবদুস সামাদ ওরফে আজাদকে (৩১) আটক করেছে পুলিশ। আজ বুধবার সকালে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁকে আটক করে।

আটক আবদুস সামাদের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর গ্রামে। তাঁর বিরুদ্ধে মৌলভীবাজার সদর থানায় সাতটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বেনাপোল স্থলবন্দরের অভিবাসন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সী বলেন, আজ সকাল আটটার দিকে আবদুস সামাদ চিকিৎসা ভিসায় ভারতে যাওয়ার জন্য বেনাপোল স্থলবন্দরে আসেন। সকাল ৯টার দিকে তিনি ইমিগ্রেশনে আসেন। আগে থেকে পাওয়া সংবাদের ভিত্তিতে তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তিনি মৌলভীবাজার সদর থানায় সাতটি মামলার আসামি বলে স্বীকার করেন। এরপর সকাল ১০টার দিকে তাঁকে বেনাপোল বন্দর থানায় হস্তান্তর করা হয়।

বেনাপোল বন্দর থানার ওসি মো. রাসেল মিয়া বলেন, বিষয়টি মৌলভীবাজার সদর থানায় জানানো হয়েছে। সেখান থেকে পুলিশ বেনাপোলের উদ্দেশে রওনা দিয়েছে। আজ রাতে আবদুস সামাদকে মৌলভীবাজার সদর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হবে।