ফাইল ছবি

ব্রহ্মপুত্র নদে নিখোঁজ ২ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার

ময়মনসিংহের গফরগাঁওয়ে ব্রহ্মপুত্র নদে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার করেছে এলাকাবাসী। বুধবার সকালে উপজেলার পাগলা টাংগাব ইউনিয়নের মহর আলী খান এলাকার নদ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। নৌকাডুবির ঘটনায় এ পর্যন্ত তিনজনের লাশ উদ্ধার করা হলো।

বুধবার সকালে উদ্ধার লাশগুলো হচ্ছে পাকুন্দিয়া উপজেলার চরআলগী গ্রামের মতাজ উদ্দিনের ছেলে জুবায়ের (৭) ও হাবিব মিয়া ছেলে আরিফের (৮)। তারা দুজনেই গফরগাঁওয়ে বিরই নদীর এবতেদায়ী মাদ্রাসায় পড়তো।

পাগলা থানা ওসি ফেরদৌস আলম জানান, ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটা দূরে পৃথক দুটি জায়গা থেকে লাশগুলো উদ্ধার করে স্থানীয়রা। প্রাথমিক সুরতহাল রিপোর্ট শেষে লাশ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন : ব্রহ্মপুত্র নদে নৌকা ডুবে মাদ্রাসাছাত্রী নিহত, নিখোঁজ ২

এর আগে মঙ্গলবার সকালে উপজেলার দত্তেরবাজার খেয়াঘট সংলগ্ন টাঙ্গাব বাশিয়া-পুডিরঘাট এলাকায় নৌকাডুবির এ ঘটনা ঘটে। ওই সময় ডুবে প্রাণ হারান শাপলা বেগম (১৫) নামে এক মাদ্রাসা শিক্ষার্থী মারা যায়। নিখোঁজ হয় দুই শিশু।

বিরই নদীর পাড় দাখিল মাদ্রাসার সুপার মো. মোখলেছুর রহমান জানান, মাদ্রাসায় অর্ধবার্ষিকী পরীক্ষা চলছিল। শিক্ষার্থীরা মঙ্গলবার সকালে নৌকা দিয়ে ব্রহ্মপুত্র নদ পার হয়ে মাদ্রাসায় আসছিল। প্রবল স্রোতে মাঝ নদে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা নয় শিক্ষার্থীর মধ্যে ছয়জন সাঁতাের কেটে তীরে উঠতে পারে।