যুব ওয়ানডের শেষ ম্যাচে বাংলাদেশের হার, হলো না ধবলধোলাই

যুব ওয়ানডের শেষ ম্যাচে বাংলাদেশের হার, হলো না ধবলধোলাই

দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে সিরিজ নিশ্চিত হয়েছে আগেই। তিন ম্যাচ সিরিজের শেষটিতে গতকাল ডিএলএস পদ্ধতিতে ১৪ রানে হেরেছে জুনিয়র টাইগাররা। ফলে প্রোটিয়া যুবাদের ধবলধোলাই করা হলো না লাল সবুজের ছেলেদের। স্বাগতিকদের হয়ে যুব ওয়ানডেতে সর্বোচ্চ ব্যক্তিগত ১৬৪* রানের ইনিংস উপহার দিয়েছেন ইয়োরিচ ভ্যান শালকভিচ।

বেনোনির উইলোমুর পার্কেই আগের দুই ম্যাচ জিতে সিরিজ নিজেদের করে নেয় বাংলাদেশ। এদিন শেষ ম্যাচে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ওভারে ৯ উইকেটে ৩২০ রানের পুঁজি গড়ে সফরকারীরা। রান তাড়ায় ৪৪.৪ ওভার পর্যন্ত ব্যাট করে ৩ উইকেটে স্বাগতিক দল তোলে ২৭৭ রান। জয়ের জন্য তখনও দরকার ৩২ বলে ৪৪ রান। এরপরই শুরু হয় বৃষ্টি। বেশ কিছুক্ষণ পর বৃষ্টি থেমে গেলেও আলোকস্বল্পতার কারণে আর খেলা সম্ভব হয়নি। ডিএলএস পদ্ধতিতে ১৪ রানে এগিয়ে থেকে জয় নিশ্চিত হয় দক্ষিণ আফ্রিকান যুবাদের। ম্যাচে দু’দলের রানের সমষ্টি ৫৯৭। দু’দেশের মধ্যকার যুব ওয়ানডের কোনো ম্যাচে আগে এত রান দেখা যায়নি। আগের ম্যাচে ১০৪ রানে জেতা ম্যাচটির একাদশ থেকে এদিন চারটি পরিবর্তন আনে বাংলাদেশ। সামিউন বশির, ফরিদ হাসান, আল ফাহাদ ও ইকবাল হোসেনের পরিবর্তে খেলেন কালাম সিদ্দিকি, রাফি উজ্জামান, শাহরিয়া আল আমিন ও ফারজান আহমেদ। আগে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ। দলীয় ৯৭ রানে আবরার (৬৪) আউট হলে ভাঙে সে জুটি। পরের উইকেটে কালামকে নিয়ে ১২৫ রানের জুটি গড়েন রিফাত। দলীয় ২২২ রানে সাজঘরে ফেরেন বাংলাদেশের হয়ে ব্যক্তিগত সর্বচ্চ ৮৬ রানের ইনিংস খেলা রিফাত। কালাম সিদ্দিকি আউট হন ৭৮ বলে ৮৫ রানের ইনিংস খেলে। এরপরই ছন্দপতন হয় ব্যাটারদের। দক্ষিণ আফ্রিকার হয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে ৬ উইকেট তুলে নেন এনতান্ডো সোনি। রান তাড়ায় শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করে স্বাগতিক যুবারা। তৃতীয় ওভারে আদনান লাগাদিন ব্যক্তিগত ১০ রানে ফিরলেও হাল ধরে রাখেন ভ্যান শলভিক ও মোহাম্মদ বুলবুলিয়া।

দ্বিতীয় উইকেটে এ জুটি থেকে আসে ১৮১ রান। ব্যক্তিগত ৬২ রানে ফেরেন বুলবুলিয়া। অধিনায়ক জ্যাসন রোলেসও (৫) দ্রুতই ফিরলে ভিহান প্রিটোরিয়াসকে নিয়ে লক্ষ্যের দিকে এগোতে থাকেন শালকভিক। ১৫৬ বলে ১৬৪ রানের ইনিংসে ১৪ চার ও ৪ ছক্কায় ১৬৪ রানে অপরাজিত থাকেন এ ডানহাতি ব্যাটার। যুব ওয়ানডেতে প্রোটিয়া ব্যাটারদের হয়ে সর্বোচ্চ রানের ইনিংস এটিই। আগের ব্যক্তিগত সর্বোচ্চ রেকর্ডটি জ্যাক রুডলফের অপরাজিত ১৫৬ রান, ২০০০ সালের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নেপালের বিরুদ্ধে। যদিও রেকর্ডগড়া ইনিংসেও ম্যাচসেরা হননি শালকভিক। ৬ উইকেট নিয়ে বাংলাদেশের রানের চাকা আটকে দেয়া সোনির হাতেই উঠেছে পুরস্কারটি।