বিজ্ঞাপন থেকেই কোহলি-রোহিতদের আয় ১০০ কোটি রুপি!
জনপ্রিয় খেলোয়াড়দের মাঠের বাইরের খবর জানতেও আগ্রহের কমতি নেই ক্রিকেটপ্রেমিদের। এবার ভারতীয় তারকা ক্রিকেটারদের বিষয়ে তেমনই এক তথ্য দিয়েছেন রবি শাস্ত্রী, যা শুনে চক্ষু কপালে ওঠার জোগাড় হবে। ‘দ্য ওভারল্যাপ ক্রিকেট’ অনুষ্ঠানে কথা বলতে গিয়ে উঠে আসে বিরাট কোহলিদের আয়ের প্রসঙ্গ। এ ব্যাপারে জানতে চাওয়া হয় দেশটির সাবেক অধিনায়ক ও কোচ ও শাস্ত্রীকে। সঠিক অঙ্কটা না জানলেও, তার মতে বিজ্ঞাপন ও ব্র্যান্ড-এন্ডোর্সমেন্ট থেকেই মোটা অঙ্কের অর্থ আয় করেছেন তারা।
‘দ্য ওভারল্যাপ ক্রিকেট’ অনুষ্ঠানটিতে শাস্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ইংল্যান্ডের দুই সাবেক অধিনায়ক মাইকেল ভন ও অ্যালিস্টার কুক। শাস্ত্রীর কাছে তারাই মূলত জানতে চান ভারতীয় ক্রিকেটারদের আয় প্রসঙ্গে। প্রশ্নের উত্তরে বর্তমানে ধারাভাষ্যকার হিসেবে পরিচিত শাস্ত্রী বলেন, ‘তারা অনেক আয় করে। অবশ্যই বিজ্ঞাপন থেকে প্রচুর আয় হয়। আমি বলব, ১০০ কোটি রুপির বেশি তো হবেই। প্রায় এক কোটি পাউন্ড বলা যায়।’ তিনি আরও বলেন, ‘আপনি হিসাব করুন, ধোনি, বিরাট কিংবা শচীন সেরা সময়ে ১৫-২০টা বিজ্ঞাপন করতেন। শুটিং হয় এক দিনেই, আর সেটি পুরো বছর চালানো যায়। ক্রিকেট এত বেশি যে সময় পাওয়া কঠিন। তবু এক দিন সময় দিলেই যথেষ্ট।’ শাস্ত্রীর এমন তথ্যে অবাক হন ভন ও কুক।