উইম্বলডন: সাড়ে ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ শেষে জভেরেভের বিদায়

উইম্বলডন: সাড়ে ৪ ঘণ্টার ‘ম্যারাথন’ শেষে জভেরেভের বিদায়

৪ ঘণ্টা ৪০ মিনিটের ‘ম্যারাথন’ লড়াইয়ে আলেকজান্ডার জভেরেভকে হারিয়েছেন র‍্যাঙ্কিংয়ের ৭২ নম্বরে থাকা রিন্দারনেখ। এতে ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন জার্মান তারকা।

পাঁচ সেটের গেমে প্রথম দুই সেট গড়ায় টাইব্রেকারে। প্রথম সেটে জয় পান রিন্দারনেখ। দ্বিতীয় সেটে জয় তুলে নিয়ে ম্যাচে ফিরে আসেন জেভরেভ। তবে তৃতীয় সেটে রিন্দারনেখের জয়ের পর চতুর্থ গেমে আবার টাইব্রেকার। সেই সেটে জয় তুলে নিয়ে সমতায় ফেরেন জার্মান টেনিস প্লেয়ার। তবে শেষ গেমে জয় তুলে নিয়ে উল্লাসে মাতে রিন্দারনেখ।

২০১৯ সালের পর এই প্রথম কোনো গ্র্যান্ড স্লাম থেকে এতো দ্রুত বিদায় নিলেন জভেরেভ। ঘাসের কোর্টের এই গ্র্যান্ড স্লামে এই জার্মান তারকা কখনও চতুর্থ রাউন্ডের গণ্ডি টপকাতে পারেননি। এবার ছেলেদের এককের প্রথম রাউন্ড থেকেই ছিটকে গেছেন ২৮ বছর বয়সী এই খেলোয়াড়।

/এএম