ইংল্যান্ড সফরে লিডস টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করেন ভারতীয় তরুণ ওপেনার জশস্বী জয়সওয়াল। এজবাস্টনে দ্বিতীয় টেস্টে মাত্র ১৩ রানের জন্য সেঞ্চুরির আক্ষেপ নিয়ে মাঠ ছাড়েন তিনি।
পাঁচ ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি হাতছাড়া হলেও গড়েছেন রেকর্ড। ৫১ বছরের রেকর্ড ভেঙেছেন ভারতীয় এই তরুণ।
১৯৭৪ সালে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ১৬৫ বলে ৭৭ রানের ইনিংস খেলেছিলেন সুধীর নায়েক। এতদিন পর্যন্ত ইংল্যান্ডের এই মাঠে কোনো ভারতীয় ওপেনারের খেলা সর্বোচ্চ রানের ইনিংস ছিল সেটাই।
বুধবার ৮৭ রানের ইনিংস খেলে সুধীরের সেই রেকর্ড ভেঙে দিলেন জয়সওয়াল। এজবাস্টন টেস্টে ভারতীয় ওপেনারদের সর্বোচ্চ রানের ইনিংসের তালিকায় শীর্ষে উঠে এলেন জয়সওয়াল।
দ্বিতীয় স্থানে চলে গেলেন সুধীর। এই তালিকায় তৃতীয় স্থানে আছেন ১৯৭৯ সালে সুনীল গাভাস্কারের ৬৮ রানের ইনিংস। চতুর্থ স্থানে আছেন ২০২২ সালে খেলা চেতেশ্বর পূজারার ৬৬ রানের ইনিংস।