কুস্তিতে প্রথম নারী কোচ শিরিন

কুস্তিতে প্রথম নারী কোচ শিরিন

এক সময় তারকা কুস্তিগীর ছিলেন। ঘরোয়া ও আন্তর্জাতিক আসরে নিয়মিত পদক জিতেছেন। বিদেশের মাটি থেকেও কুড়িয়ে এনেছেন পদক। সাবেক কুস্তিগীর শিরিন সুলতানা এখন কুস্তিগীরদের প্রধান কোচ। এই প্রথম কুস্তি পেল প্রথম কোন নারী কোচকে। তিনটি গেমসকে সামনে রেখে মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে চলছে কুস্তিগীরদের অনুশীলন ক্যাম্প। সেখানেই কুস্তিগীরদের অনুশীলন করাচ্ছেন কোচ শিরিন সুলতানা। দেশে কুস্তির ইতিহাসের প্রথম নারী কোচ হয়ে বেশ উচ্ছ্বসিত সাবেক এই কুস্তিগীর বলেন, ‘ইতিহাসের অংশ হতে কার না ইচ্ছে করে। আমিও সেই অংশের অংশীদার হলাম।’ আগামী অক্টোবরে বাহরাইনে অনুষ্ঠিত হবে এশিয়ান যুব গেমস। পরের মাসে সৌদি আরবের রিয়াদে হবে ইসলামিক সলিডারিটি গেমস। জানুয়ারিতে পাকিস্তানে হবে সাউথ এশিয়ান (এসএ) গেমস। তিনটি গেমসেই পদকের জন্য লড়বেন দেশের কুস্তিগীররা। তাই গত ৭ জুলাই ৫২ জন কুস্তিগীরদের নিয়ে শুরু হয়েছে অনুশীলন। শিষ্যদের দুইবেলা অনুশীলন করাচ্ছেন সলিডারিটি কোচেস কোর্স লেভেল-২ করা শিরিন। সকাল সাড়ে ছয়টা থেকে আড়ে আটটা এবং বিকাল চারটা থেকে ছয়টা পর্যন্ত অনুশীলন করছেন কুস্তিগীররা। এখান থেকে পরবর্তীতে কুস্তিগীরদের সংখ্যা কমে আসবে। ২০০৯ সালে কুস্তিতে আসেন শিরিন। ঘরোয়া আসরের পাশাপাশি আন্তর্জাতিক আসরেও সমানভাবে পদচারনা ছিল তা। ২০১২ সালে ইন্দো-বাংলা রেসলিং চ্যাম্পিয়নশিপে ৫৫ কেজিতে স্বর্ণ জেতেন। ২০১৬ সালে গুয়াহাটিতে এসএ গেমসে ৬৮ কেজি ওজন শ্রেণীতে রৌপ্যপদক জিতেছিলেন। ২০১৭ সালে ইসলামিক সলিডারিটি গেমসে আজারবাইজানের বাকুতে ব্রোঞ্জপদক এনে দেন দেশকে। এছাড়াও ২০১৮ সালে অস্ট্রেলিয়ার গোল্ডকোস্টে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসে হয়েছিলেন চতুর্থ। খেলেছেন এশিয়ান ইনডোর ও মার্শাল আর্ট গেমসেও। ২০১৯ সালে ম্যাট থেকে বিদায় নেন এই তারকা কুস্তিগীর।