দুই দশক ও তিন শতাধিক ম্যাচ পর ওয়ানডেতে 'পঞ্চপান্ডবহীন' বাংলাদেশ
প্রায় ২০ বছর পর মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ— সিনিয়র পাঁচ ক্রিকেটারের কাউকে ছাড়াই ওয়ানডে খেলতে নামলো বাংলাদেশ
বুধবার (২ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে তিন সিরিজের প্রথম ওয়ানডেতে নেই এই পাঁচজনের কেউ। সবশেষ এমনটা দেখা গিয়েছিল ২০০৫ সালের ৪ সেপ্টেম্বর। কাকতালীয়ভাবে সেই ম্যাচটিও হয়েছিল প্রেমাদাসাতেই। সেবার ‘বিগ ফাইভের’ কাউকে ছাড়া খেলেছিলো টাইগাররা, ম্যাচের হিসেবে যা ৩৩১ ওয়ানডে।
একটা সময় বাংলাদেশের ক্রিকেট মানেই যেন ছিলো মাশরাফী, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদ। এই ‘বিগ ফাইভ’কে ছাড়া বাংলাদেশের ক্রিকেট একটা সময় চিন্তাই করা যেত না। দেশের কত কত জয় এসেছে যেখানে ছিলেন পাঁচ ক্রিকেটারের কেউ না কেউ। সেরা সেই তারকাদের ছাড়া এখন নতুন এক যুগে বাংলাদেশের ক্রিকেট।
ক্রিকেটের বাইরে মাশরাফী, রাজনৈতিক পালাবদলের পর থেকে দলে নেই সাকিবও। এদিকে তিন ফরম্যাট থেকেই বিদায় নিয়েছেন তামিম ইকবাল।
সবশেষ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির পর একদিনের আন্তর্জাতিক ক্রিকেট থেকে সরে দাঁড়ান মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিম। তাতেই যেন অবসান হয়েছে এই বিগ ফাইভের।
উল্লেখ্য, প্রেমাদাসায় সিরিজের প্রথম ওয়ানডে দিয়ে দেশের ক্রিকেটে নতুন অধ্যায়ের শুরুটা হয়েছে নতুন অধিনায়ক মেহেদী হাসান মিরাজের হাত ধরে। এই ম্যাচে অভিষেক হয়েছে পারভেজ ইমন ও তানভীর ইসলামের।
/এমএইচআর