উইম্বলডনে ছেলেদের এককে র্যাঙ্কিংয়ে শীর্ষ খেলোয়াড় কে, তা হয়তো আপনার জানা। তিনটি গ্র্যান্ড স্লামজয়ী ইতালিয়ান ইয়ানিক সিনার। কিন্তু যদি প্রশ্ন করা হয় এবার উইম্বলডনের একক ইভেন্টের ড্রয়ে র্যাঙ্কিংয়ে সবার নিচে থাকা খেলোয়াড়টি কে?
আসলে শেষের খবর কেউ রাখেন না। তাই নামও হয়তো অনেকের জানা নেই। তিনি ৭৩৩তম র্যাঙ্কিংধারী ব্রিটিশ খেলোয়াড় অলিভার টারভেট। গতকাল উইম্বলডনে খেলতে নেমেছিলেন তাঁর ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ম্যাচ। সুইস কোয়ালিফায়ার লেয়ান্দ্রো রেইদিকে ৬-৪, ৬-৪, ৬-৪ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডেও উঠেছেন টারভেট। সেখানে তাঁর জন্য অপেক্ষায় র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ।
টারভেটকে হয়তো দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিতে হবে। তবে দুঃখ যা পাওয়ার তা হয়তো প্রথম রাউন্ডের জয়েই পেয়েছেন! প্রাইজমানি হিসেবে যে ৯৯ হাজার পাউন্ড পাওয়ার কথা ছিল, টারভেট যে তা পাচ্ছেন না! বাংলাদেশি মুদ্রায় প্রাইজমানির অঙ্কটি ১ কোটি ৬৬ লাখ টাকার কিছু বেশি।
মা–বাবা ও প্রেমিকা হেলায়েনা স্ট্যাবলারকে গ্যালারিতে সাক্ষী রেখে এই জয়ের পর টারভেটকে আসলে কিছুটা হতাশই হতে হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য টেলিগ্রাফ’ জানিয়েছে, ২১ বছর বয়সী এ খেলোয়াড় একে তো অপেশাদার খেলোয়াড়, এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের কলেজে পড়ার নিয়মের কারণে প্রাইজমানির পুরো অর্থ তিনি পাবেন না। যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো বিশ্ববিদ্যালয়ে যোগাযোগের ওপর পড়াশোনা করছেন টারভেট।
অল ইংল্যান্ড ক্লাবের এ টুর্নামেন্টে দ্বিতীয় রাউন্ডে ওঠার প্রাইজমানি ৯৯ হাজার পাউন্ড। কিন্তু ছাত্র অ্যাথলেটদের জন্য যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কলেজিয়েট অ্যাথলেটিক অ্যাসোসিয়েশনের যে নিয়ম রয়েছে, তার অধীন এ বছর শেষ হওয়ার আগেই মাত্র ১০ হাজার ডলার কিংবা ৭ হাজার ২৯০ পাউন্ড (১২ লাখ ২৫ হাজার টাকা) পাবেন টারভেট। এই অর্থ দিয়ে উইম্বলডনে খেলার খরচ নির্বাহ করতে পারবেন তিনি।
নিয়মটি পাল্টানোর অনুরোধ করেছেন টারভেট। মজা করে বলেছেন, প্রথম রাউন্ডের ম্যাচের আগেই তিনি তাঁর কোচকে বিমানে প্রথম শ্রেণির আসনে উড়িয়ে এনেছেন, ‘আমাকে এখন ৬০ হাজার থেকে ৭০ হাজার পাউন্ড খরচের অর্থ জোগাড় করতে হবে। টেনিস ব্যয়বহুল খেলা। একটা পথ বের করতে হবে। খরচের পথ বের করতে আমাকে হয়তো কাউকে ভাড়া করতে হবে। এনসিসিএকে খুশি রাখতে হবে। ডিসেম্বরের মধ্যে আমাকে দেখাতে হবে প্রাইজমানি কিংবা লভ্যাংশ থেকে খরচ বাদ দিলে সেটা ১০ হাজার ডলারের কম হয়।’
উইম্বলডনের ইতিহাসে গতকাল উদ্বোধনী দিনে সবচেয়ে গরম অনুভূত হয়েছে। ২০০১ সালে উদ্বোধনী দিনে ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার রেকর্ডটি গতকাল ভেঙে যায় ৩২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হওয়ায়। সেন্টার কোর্টে ছেলেদের এককে ইতালির ফাবিও ফোগনিনিকে ৪ ঘণ্টা ৩৭ মিনিটের লড়াইয়ে ৭-৫, ৬-৭ (৫/৭), ৭-৫, ২-৬, ৬-১ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে ওঠেন পাঁচবারের গ্র্যান্ড স্লাম চ্যাম্পিয়ন আলকারাজ। ইউএস ওপেনজয়ী দানিল মেদভেদেভ ফ্রান্সের বেঞ্জামিন বোঞ্জির কাছে প্রথম রাউন্ডে হেরে বিদায় নেন।
মেয়েদের এককে শীর্ষ বাছাই আরিয়ানা সাবালেঙ্কা কানাডার কারসন ব্রানস্টিনকে ৬-১, ৭-৫ গেমে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছেন। গরমের কারণে আইসপ্যাক ব্যবহার করতে হয় সাবালেঙ্কাকে। দুবারের উইম্বলডন ফাইনালিস্ট উনস জাবির শারীরিক সমস্যায় প্রথম রাউন্ডে ম্যাচ ৭-৬ (৭/৫), ২-০ স্কোরে থাকতে নিজেকে প্রত্যাহার করে নেন।