‘শেফালীর সফটওয়্যার খারাপ ছিল’, মন্তব্য করে বিতর্কে রামদেব

‘শেফালীর সফটওয়্যার খারাপ ছিল’, মন্তব্য করে বিতর্কে রামদেব

যেন সকলকে ছেড়ে আচমকাই বিদায় নেন বলিউড অভিনেত্রী শেফালী জারিওয়ালা। মৃত্যুর দুদিন আগেও ছিল অভিনেত্রীর সুস্থ, প্রাণচ্ছ্বোল উপস্থিতি। এক ফটোশুটে অংশ নেন, তা সামাকজিক মাধ্যমে প্রকাশ করে সে সময় মুগ্ধতা ছড়িয়েছিলেন ভক্তদের মাঝে।

কিন্তু তার দুদিন বাদেই এলো দুঃসংবাদ। এরপর থেকেই নানা আলোচনা; ‘কাটা লাগা’ খ্যাত এই অভিনেত্রীর অসুস্থতায় ভুগলেও এমন আচমকা মৃত্যু কেন! এরপর তার বয়স ধরে রাখার ওষুধ নিয়ে শুরু হয়েছিল নানা আলোচনা। শোনা যায়, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অনিয়ন্ত্রিত ওষুধ খেতেন সদ্য প্রয়াত এই অভিনেত্রী।

এবার শেফালীর মৃত্যু প্রসঙ্গে মন্তব্য করেছেন ভারতের আলোচিত যোগগুরু বাবা রামদেব। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেফালীর মৃত্যু নিয়ে প্রশ্ন করা হয় তাকে। সে সময় মানবদেহের সঙ্গে হার্ডওয়্যার-সফটওয়্যারের সঙ্গে তুলনা টানেন সেই গুরু।

আরও পড়ুন

রামদেব বলেন, ‘তার হার্ডওয়্যার ভালো ছিল। কিন্তু সফটওয়্যার খারাপ ছিল। উপসর্গগুলো ঠিকঠাক ছিল, কিন্তু ভেতরের যন্ত্রপাতিতে গোলমাল ছিল।’

তবে এই মন্তব্যের জন্য রীতিমতো বিতর্কে জড়ান রামদেব; হন কটাক্ষের শিকারও।

তবে অনেকের অনুমান, রামদেব বোঝাতে চেয়েছেন, বাইরে থেকে শেফালীকে দেখে সুস্থ-সবল মনে হতো ঠিকই। কিন্তু ভেতরে বাসা বাঁধছিল অসুখ। আরও বলেন, ‘এই ভাসা ভাসা উপস্থিতি দেখে কিছুই বোঝা যায় না আসলে। দেখতে কেমন লাগছে আর ভেতর থেকে তিনি কেমন আছেন, তার মধ্যে পার্থক্য রয়েছে।’

উল্লেখ্য, ২৭ জুন হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শেফালীর। জানা গেছে, মৃত্যুর আগে রক্তচাপ একেবারেই কমে যায় তার।

ডিএ