যেসব পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম-নিষেধাজ্ঞা তুলে নিল ভারত। কোলাজ

যেসব পাকিস্তানি শিল্পীর ইনস্টাগ্রাম-নিষেধাজ্ঞা তুলে নিল ভারত

চলতি বছর কাশ্মীরের পেহেলগামে হামলা ও পরবর্তী ‘অপারেশন সিঁদুর’-এর জেরে ভারত সরকার যেসব পাকিস্তানি অভিনেতা ও বিনোদনমাধ্যমের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ও ইউটিউব চ্যানেল ভারতীয় দর্শকদের জন্য ব্লক করে দিয়েছিল, সেগুলোর বেশির ভাগই শিথিল করা হয়েছে। খবর ফিল্মফেয়ারের

নিষেধাজ্ঞার আওতায় পড়া অনেক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন ভারতে দৃশ্যমান হচ্ছে। মাওরা হোসেন, সাবা কামার, আহাদ রেজা মীর, দানানির মোবিন, ইয়ুমনা জাইদি ও দানিশ তায়মুরের মতো পাকিস্তানি তারকাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখন ভারতের ব্যবহারকারীরা দেখতে পাচ্ছেন।

তবে মাহিরা খান, ফাওয়াদ খান, আতিফ আসলাম, হানিয়া আমিরসহ আরও অনেক তারকার অ্যাকাউন্ট এখনো ভারতের ভিউয়ারদের জন্য বন্ধ রাখা হয়েছে। এসব অ্যাকাউন্টে এখনো ‘ভারতে এই অ্যাকাউন্ট দেখা যাচ্ছে না’ বার্তা ভেসে উঠছে। ইনস্টাগ্রাম বলেছে, ‘আমরা একটি আইনি অনুরোধের ভিত্তিতে এই কনটেন্ট সীমিত করেছি।’

ফাওয়াদ খানের বলিউডে ফেরার কথা ছিল ‘আবির গুলাল’ নামের একটি ছবির মাধ্যমে, যেখানে তাঁর বিপরীতে থাকতেন বাণী কাপুর। তবে ছবিটি এখন অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় থাকা নির্দিষ্ট কিছু অ্যাকাউন্টের ওপর থেকে এই হঠাৎ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হলেও এ নিয়ে ভারত সরকার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।

চলতি বছরের ২২ এপ্রিল কাশ্মীরের পর্যটনকেন্দ্র পেহেলগামে ভয়াবহ হামলায় ২৬ জন নিহত হন, যাঁদের মধ্যে ২ জন বিদেশি ও ২ জন স্থানীয় নাগরিক ছিলেন। এর প্রতিক্রিয়ায় ভারত গত ৭ মে শুরু করে ‘অপারেশন সিঁদুর’, যেখানে পাকিস্তানের সীমান্তে অবস্থিত সন্দেহভাজন জঙ্গি শিবিরগুলোয় সামরিক অভিযান চালানো হয়। এ পরিস্থিতির মধ্যেই ভারতীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলো থেকে বহু পাকিস্তানি অভিনেতার ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেল ব্লক করা হয়।