পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা

পরেশ রাওয়াল ফিরতেই সুনীল শেঠির রসিকতা

‘হেরা ফেরি’ ফ্র্যাঞ্চাইজিতে অক্ষয় কুমার, সুনীল শেঠি আর পরেশ রাওয়াল—এই তিনজন মানেই যেন এক যাদু! এর তৃতীয় কিস্তির মুক্তির খবরে এই তিনজনকে একসঙ্গে দেখার অবসান ঘটছে দর্শকদের। এরই মধ্যে বহু নাটকীয়তার পর এই সিনেমায় ফিরছেন পরেশ রাওয়াল। সম্প্রতি এক পডকাস্টে অভিউনেতা জানিয়েছেন, ছবির যাবতীয় জটিলতা কাটিয়ে সবকিছু এখন ঠিকঠাক; অর্থাৎ ফিরছেন তিনি।

একসময় চিত্রনাট্য ও প্রযোজনাগত মতানৈক্যের কারণে এই প্রকল্প থেকে সরে দাঁড়িয়েছিলেন পরেশ। তাতে মন ভেঙেছিল অনুরাগীদের। তবে এখন তিনি বলছেন, ‘ছবিটা অনেক আগেই আসতে পারত, কিন্তু সবাইকে এক ছন্দে আসতে সময় লেগেছে। কারণ, এই ছবি নিখাদ আনন্দ দেয়—এখানে একটা দায়বদ্ধতা আছে।’

আরও পড়ুন

সুনীল শেঠিও পরেশের ফিরে আসায় খুশি। জানিয়েছেন, ‘সব ঠিকঠাক হয়েছে। ছবি মুক্তির পরই বিস্তারিত বলব।’ সঙ্গে রসিকতা করে যোগ করেন, ‘হেরা ফেরি নিয়ে বেশি বললেই কনফিউজড হয়ে যাব!’

বলা বাহুল্য, এই নতুন পর্ব আগের মতোই হবে একেবারে পারিবারিক বিনোদন।

পরেশ রাওয়ালকে সম্প্রতি দেখা গেছে ‘দ্য স্টোরি টেলার’-এ, যেখানে তিনি এক বাঙালি গল্পকারের ভূমিকায়। সামনে রয়েছে আরও বেশ কয়েকটি ছবি—‘নিকিতা রায়’, ‘ভূত বাংলা’, ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’সহ একাধিক প্রজেক্ট।

ডিএ