বিসিবি সভাপতির বিরুদ্ধে ‘অনাস্থা জানিয়ে’ ৮ পরিচালকের চিঠি

বিসিবি সভাপতির বিরুদ্ধে ‘অনাস্থা জানিয়ে’ ৮ পরিচালকের চিঠি

বিসিবি সভাপতির বিরুদ্ধে অনাস্থা জানিয়েছেন বোর্ডের ৮ জন পরিচালক। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে আনুষ্ঠানিকভাবে তারা একটি চিঠি পাঠিয়েছেন বলে নিশ্চিত করেছে বিসিবির একটি নির্ভরযোগ্য সূত্র। চিঠিতে সভাপতির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতা, একক সিদ্ধান্ত গ্রহণ ও দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে।

স্বাক্ষরকারী পরিচালকরা হলেন- নাজমুল আবেদীন ফাহিম, ফাহিম সিনহা, সাইফুল আলম স্বপন চৌধুরী, ইফতেখার রহমান মিঠু, মাহবুব উল আলম, কাজী ইনাম আহমেদ, মনজুর আলম ও সালাউদ্দিন চৌধুরী।

পরিচালকদের দাবি, দায়িত্ব নেওয়ার পর পাঁচ মাস পেরিয়ে গেলেও বোর্ডের কমিটিগুলো যথাসময়ে পুনর্গঠন করা হয়নি। পরে যেটুকু করা হয়েছে, তাতেও পরিচালকদের মতামত উপেক্ষা করে সভাপতির একক সিদ্ধান্ত প্রাধান্য পেয়েছে। এতে বিসিবির অভ্যন্তরে অব্যবস্থাপনা ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে বলে অভিযোগ তাঁদের।

চিঠিতে আরও বলা হয়েছে, “বোর্ড সভাপতির একক আধিপত্য ও দায়িত্বজ্ঞানহীন আচরণে শুধু বিসিবির কার্যক্রমেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে।”

এদিকে বিসিবি সভাপতি ফারুক আহমেদের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই তিনি সাংবাদিকদের জানান, আপাতত তিনি পদত্যাগ করছেন না।

সম্প্রতি ফারুক আহমেদ এক সাক্ষাৎকারে দাবি করেন, ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বোর্ড সভাপতির পদে পরিবর্তন চান।