জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার: সোহান

জাতীয় দলে খেলাটা ভাগ্যের ব্যাপার: সোহান

ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স করেও জাতীয় দলে বারবার উপেক্ষিত নুরুল হাসান সোহান। এবার যেমন সর্বশেষ প্রিমিয়ার লিগে ১১ ম্যাচে দুটি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি করেছেন। ব্যাটিং গড় ৫৮ এবং স্ট্রাইকরেট ৯৩.৫৪ তে ৫১২ রান! চমৎকার পারফরম্যান্সের পরও শ্রীলঙ্কা সিরিজের ওয়ানডে দলে জায়গা হয়নি তার। অবশ্য সুযোগ না পেলেও হতাশ নন সোহান। তিনি বাস্তবতা মেনে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার পথটাকেই বেছে নিয়েছেন। গ্লোবাল সুপার লিগে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে রংপুর রাইডার্স।