বাংলাদেশ দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে একাই লড়াই করেন চারিথ আসালাঙ্কা। ২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর, শ্রীলংকার হাল ধরেন অধিনায়ক আসালাঙ্কা।
৬.১ ওভারে টপঅর্ডার তিন ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর শ্রীলংকার ত্রাতা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক। চতুর্থ উইকেটে কুশাল মেনন্ডিসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ৪৩ বলে ৪৫ রান করে ফেরেন মেন্ডিস।
এরপর জেনিতে সঙ্গে গড়েন ৭৬ বলে ৬৪ রানের জুটি। ষষ্ঠ ও সপ্তম উইকেটে মিলান রত্নায়েকে ও ওয়ানেন্দু হাসারাঙ্গার সঙ্গে গড়েন ৩৯ ও ৩৪ রানের জুটি।
পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যাটিংয়ে নেমে শেষ ওভারের প্রথম বলে আউট হন আসালাঙ্কা। তার আগে ১২৩ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে ১০৬ রান করার মধ্য দিয়ে দলকে পৌঁছে দেন আড়াইশ রানের দোড় গোড়ায়।
নবম উইকেটে হিসেবে আসালাঙ্কা যখন আউট হন তখন শ্রীলংকার সংগ্রহ ছিল ২৪৩ রান। এরপর আর মাত্র ১ রান যোগ করতেই ৪৯.২ ওভারে অলআউট হয় শ্রীলংকা।
আসালাঙ্কা এদিন ওয়ানডে ক্যারিয়ারে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় এবং সবমিলিয়ে পঞ্চম সেঞ্চুরি হাঁকান চারিথ আসালাঙ্কা।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ ও ১১০ রানের ইনিংস খেলেন আসালাঙ্কা। ২০২৩ সালে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে খেলেন ১০৫ বলে ১০৮ রানের ইনিংস। গত বছরের ৬ জানুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ১০১ রানের ইনিংস।