অনিশ্চয়তা কাটিয়ে সেপ্টেম্বরে হতে যাচ্ছে এশিয়া কাপ ক্রিকেট
ভারত-পাকিস্তানের সংঘাতের পর থেকে আগামী এশিয়া কাপ মাঠে গড়ানো নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত না নেওয়া হলেও সেই অনিশ্চয়তার মেঘ কেটে গেছে। আগামী সপ্তাহে এই ব্যাপারে আনুষ্ঠানিক কোনও ঘোষণা আসতে যাচ্ছে। ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজ-এর প্রতিবেদন অনুযায়ী, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আগামী সেপ্টেম্বরে এশিয়া কাপ ২০২৫ আয়োজনের পরিকল্পনা করছে। এতে অংশ নেবে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাত। ক্রিকবাজ আরও জানিয়েছে, যদিও এখনো কিছুই চূড়ান্ত হয়নি, তবে ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে আগামী সপ্তাহেই আনুষ্ঠানিক সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) আশা করছে, তারা জুলাইয়ের প্রথম সপ্তাহে ছয় দলের টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করতে পারবে, তখনই তারা সভা আহ্বানের পরিকল্পনা করছে।
এরই মধ্যে টুর্নামেন্টের প্রচারণা কার্যক্রম শুরু হয়েছে। এই টুর্নামেন্টের আয়োজক এবার ভারত। তাই পাকিস্তান সেখানে খেলতে যাবে না। এসিসি আগেই সিদ্ধান্ত নিয়েছিল, ভারত আয়োজক হওয়ায় টুর্নামেন্ট হবে নিরপেক্ষ ভেন্যুতে। তাই আয়োজক হওয়ার দৌড়ে এগিয়ে আমিরাত। যদিও হাইব্রিড ফরম্যাটে আয়োজনের আলোচনা চলছে। গত এপ্রিলে পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর বহু ভারতীয় হতাহত হলে দুই দেশের মধ্যে যুদ্ধ শুরু হয়েছিল। পাকিস্তানের বিরুদ্ধে ভারত মে মাসে অপারেশন সিদুঁর চালায়। তাতে করে এশিয়া কাপের ভবিষ্যৎ নিয়ে গুরুতর শঙ্কা তৈরি হয়। ভারতে অনুষ্ঠিত টুর্নামেন্টে পাকিস্তানকে বয়কট করার ডাক দেয় তারা। দ্বিপাক্ষিক ক্রিকেটেও দুই দল না খেলার সিদ্ধান্ত নেয়। পরবর্তী আইসিসি বৈঠকে বৈশ্বিক ইভেন্টে ভারতের পাকিস্তান বয়কট নিয়েও আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে সম্প্রতি বিশ্ব ক্রিকেটে দুই দেশের বৈরিতার চিত্র পাল্টে গেছে। আইসিসি দুটি বৈশ্বিক ইভেন্টের সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ রেখেছে, মেয়েদের ওয়ানডে বিশ্বকাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপে। আগামী ৫ অক্টোবর কলম্বোতে ও ১৪ জুন এজবাস্টনে মুখোমুখি হবে দুই দল। যদিও বিসিসিআই, এসিসি কিংবা আইসিসির কর্মকর্তারা এ বিষয়ে প্রকাশ্যে কথা বলেননি। তবে বোঝা যাচ্ছে, দুই দেশের ক্রিকেট সম্পর্ক অটুট থাকছে, বিশেষ করে বৈশ্বিক ইভেন্টে। তারই ধারাবাহিকতায় সেপ্টেম্বরেই হতে যাচ্ছে এশিয়া কাপ। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা। লিডসে ভারত ও ইংল্যান্ডের প্রথম টেস্ট চলাকালে এশিয়া কাপ ২০২৫-এর একটি প্রোমো ভিডিও ভাইরাল হয়। সেখানে ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক সূর্যকুমার যাদব, শ্রীলঙ্কার চারিথ আসালাঙ্কা এবং বাংলাদেশের নাজমুল হোসেন শান্তকে দেখা যায়। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই), এসিসি কিংবা আইসিসির পক্ষ থেকে কোনো প্রকাশ্য মন্তব্য আসেনি। গেল এপ্রিলে কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে ভারত। এরপর মে মাসে ‘অপারেশন সিঁদুর’ নামে পাকিস্তানে সামরিক অভিযান চালায় দেশটি। পাল্টা অভিযান চালায় পাকিস্তানও। এমন যুদ্ধ পরিস্থিতিতে বৈশ্বিক টুর্নামেন্টগুলোতেও ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়। তবে বিশ্ব ক্রিকেটের কিছু ঘটনাপ্রবাহ ইতিবাচক ইঙ্গিত দিচ্ছে। সম্প্রতি আইসিসি ঘোষিত দুটি বৈশ্বিক টুর্নামেন্টের (নারী ওয়ানডে বিশ্বকাপ ও নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ) সূচিতে ভারত-পাকিস্তান ম্যাচ দেখা যাচ্ছে। ওয়ানডে বিশ্বকাপে ৫ অক্টোবর কলম্বোতে এবং টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৪ জুন এজবাস্টনে ভারতের মুখোমুখি হবে পাকিস্তান।