যুক্তরাষ্ট্রের মেজর লীগ ক্রিকেটে টেক্সাস সুপার কিংসের অধিনায়ক ফাফ ডু প্লেসিস টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন এক ইতিহাস গড়েছেন। সাবেক এই প্রোটিয়া ব্যাটার টি-টোযয়েন্টিতে নিজের অষ্টম শতক পূর্ণ করেছেন যা কোনো অধিনায়কের পক্ষে সর্বোচ্চ। আন্তর্জাতিক, ঘরোয়া এবং ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি মিলিয়ে অধিনায়ক হিসেবে এটাই সবচেয়ে বেশি শতকের রেকর্ড। ৪০ বছর বয়সি ডু প্লেসিস তার ২০৫তম ম্যাচে অধিনায়ক হিসেবে এই কীর্তি গড়েছেন। এর আগে পাকিস্তানের বাবর আজম ও অস্ট্রেলিয়ার সাবেক ব্যাটার মাইকেল ক্লিঙ্গার এই তালিকায় শীর্ষে ছিলেন। বাবর ১৪৪ ম্যাচে ৭টি শতক করেছেন, আর ক্লিঙ্গার ১২০ ম্যাচে করেছেন ৭টি। ম্যাচে ডু প্লেসি ৫৩ বলে অপরাজিত ১০৩ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তার ইনিংসে ছিল ৫টি চার ও ৯টি ছয়। তার এই শতকের সুবাদে টেক্সাস সুপার কিংস ২২৩ রান তোলে এবং এমআই নিউ ইয়র্ককে ৩৯ রানে হারায়।