বিপিএল ড্রাফটের আগেই ফরচুন বরিশালে ৬ বিদেশি তারকা
বিপিএলে এবার আগেভাগেই নিজেদের প্রস্তুতি শুরু করে দিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। ইতোমধ্যেই ছয়জন বিদেশি ক্রিকেটারের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে দলটি। অথচ বিপিএলের পরবর্তী আসর কবে মাঠে গড়াবে, তা এখনও নিশ্চিত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফরচুন বরিশালের কর্ণধার মিজানুর রহমান বলেন, 'ফরচুন বরিশালের হয়ে আমরা ইতোমধ্যে ছয়জন খেলোয়াড়ের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছি। তবে এই মুহূর্তে একজনেরও নাম প্রকাশ করবো না। কারণ, নাম প্রকাশ করলে কুমিল্লা কিংবা রংপুরের মতো দলগুলো কৌশলগতভাবে বিষয়টিকে ব্যবহার করতে পারে। তারা তখন ওই খেলোয়াড়ের কাছে আরও বেশি অর্থের প্রস্তাব দিয়ে আমাদের পরিকল্পনা ভেস্তে দিতে পারে। তাই আমরা চূড়ান্ত ম্যাচের আগ পর্যন্ত নাম গোপন রাখছি। যেদিন তারা মাঠে নামবে, সেদিন সবাই জানবে তারা কারা।' প্রতি আসরেই নামেদামে অন্য দলের চেয়ে ভারি দল গড়ে ফরচুন বরিশাল। গত বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন শাহীন শাহ আফ্রিদি, মোহাম্মদ নবি, কাইল মেয়ার্স ও ফাহিম আশরাফের মতো তারকারা। টুর্নামেন্ট শুরুর আগেই তারা জিমি নিশামকে দলে ভিড়িয়ে চমক দিয়েছিল। তবে আরও বড় চমক ছিল, তাকে স্কোয়াডে রেখেও ফাইনালে না খেলানো। এ প্রসঙ্গে মিজান বলেন, 'জিমি নিশাম আমাদের দলের হয়ে এসেছিলেন, কিন্তু ম্যাচ খেলার সুযোগ পাননি। কারণ, আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ যদি খুলনা হতো, তাহলে নিশাম খেলতেন। কিন্তু প্রতিপক্ষ চট্টগ্রাম হওয়ায়, স্কোয়াডের কম্বিনেশনে তার জায়গা হয়নি। তবুও, তিনি দলের সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন, এবং জয়ী দলে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। ফরচুন বরিশাল সবসময় এভাবেই পরিকল্পনা করে।' দলটির হয়ে খেলতে এসেছিলেন বেশ কয়েকজন তারকা বিদেশি ক্রিকেটার। এরমধ্যে দলটিতে ছিলেন গেল বিপিএলের সবচেয়ে বড় নাম শাহীন শাহ আফ্রিদি। দলটিতে আরও ছিলেন মোহাম্মদ নবি, কাইল মায়ার্স ও ফাহিম আশরাফের মতো ক্রিকেটাররাও।