মেধাবী ক্রিকেটাররা উপজেলা থেকে পর্যায়ক্রমে জাতীয় দলে খেলবে : বিসিবি সভাপতি
বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, ‘মেধাবী ক্রিকেটাররা উপজেলা থেকে বিভাগ, বিভাগ থেকে ঢাকায় খেলবে। এরপর বাংলাদেশ দলে খেলবে। এটা আমাদের স্বপ্ন।’ তার মতে, এই স্বপ্ন পূরণ করার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন স্টকহোল্ডারদের। এ জন্য সকলের সহযোগিতা চাইলেন বুলবুল। এ পরিকল্পনা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করার আশ্বাস দিয়েছেন তিনি। গতকাল রবিবার সকাল ১১টায় বাংলাদেশে টেস্ট ক্রিকেটের ২৫ বছর পূর্তি উপলক্ষে স্টেডিয়ামে শিশুদের ক্রিকেট লিগসহ বিভিন্ন ধরনের খেলার উদ্বোধন অনুষ্ঠান পূর্ব বক্তৃতায় বুলবুল এসব কথা বলেন। বুলবুল বলেছেন, ‘প্রতিটি উপজেলা পর্যায়ের ক্রিকেটারদেরও ডাটাবেজের আওতায় আনার পরিকল্পনা করা হচ্ছে। যেখানে ব্যাটার-বোলার থেকে শুরু করে প্রতিটি খেলোয়াড়ের তথ্য থাকবে।’ উপজেলা পর্যায়ে ক্রিকেটারদের নিয়ে বিসিবি সভাপতি বলেন, ‘আমরা চেষ্টা করছি বাংলাদেশের প্রতিটি উপজেলার খেলোয়াড়দের ডাটাবেজ বোর্ডের সিস্টেমের কাছে থাকবে। জেলার কোচরা প্রতিটি উপজেলার খেলোয়াড়দের চিনবে, কতজন লেগ স্পিনার রয়েছে, কতজন পেসার রয়েছে, কতজন ব্যাটার রয়েছে তা তারা জানবে। জেলা কোচ সবকিছু বিভাগের কাছে রিপোর্ট করবে, যে তার কোনো উপজেলাতে কতজন ক্রিকেটার খেলছে। আর সব জেলা মিলিয়ে যখন একটি শক্তিশালী বিভাগীয় দল হবে, তখন আর কাউকে ঢাকার দিকে তাকিয়ে থাকতে হবে না। আমরা চাই বরিশালের প্রতিটি খেলোয়াড় বরিশালের সিস্টেমের মাধ্যমে বরিশালকে রিপ্রেজেন্টেশন করুক।’ তিনি বলেন, ‘বিভাগীয় পর্যায়ের হেডকোয়ার্টারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ছোট একটি অফিস থাকবে, যেখানে একজন ক্রিকেটের প্রধান থাকবেন এবং তার অধীনে একজন হাই পারফরমেন্স কোচ থাকবে। এখানে যত ধরনের ক্রিকেট হবে সব তার তত্ত্বাবধানে হবে। তবে আমরা নরমাল ক্রিকেট গ্রোথকে ডিস্টার্ব করবো না।’ বিসিবি সভাপতি আরো বলেন, ‘আমি ২৯দিন হয়েছে ক্রিকেট বোর্ডে এসেছি, এখনই আমি কোন প্রতিশ্রুতি দিতে পারবো না। তবে এখানে বিপিএল হলে যোগাযোগ ব্যবস্থার কারণে এ স্টেডিয়ামের গ্যালারি ফুল হয়ে যাবে, এটা বলতে পারি। আর এজন্য আমি ক্রিকেট বোর্ডকে স্ট্রংলি বলতে পারবো। এ মাঠ উন্নয়ন করে বরিশালকে কিভাবে আরও অ্যাকটিভ ক্রিকেট বিভাগ হিসেবে পরিচালনা করতে পারি সে জন্য খুব চেষ্টা করছি আমরা।’ ১০-১৫ বছর বরিশালে লিগ হচ্ছে না, এজন্য আক্ষেপ প্রকাশ করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘লিগ না হলে একটি ছেলের সাথে আপনি অবিচার করছেন। সোহাগ গাজী, কামরুল ইসলাম রাব্বিসহ এখানকার খেলোয়াড়দের নিয়ে আমরা গর্ব করি; কিন্তু খেলা না হওয়ার কারণে কত হাজার ক্রিকেটার নষ্ট করে ফেলেছি সেটা ভেবে আমরা লজ্জা পাই না! এখানে ক্রিকেট কোচিং কোর্স হয় না, আম্পায়ার কোচিং কোর্স, কিউরেটর কোচিং কোর্স হয় না। তবে ছোট ক্রিকেট বোর্ডের যে অফিস হবে এখানে সেটার মাধ্যমে এ কাজগুলো ইনশাআল্লাহ করা হবে। এজন্য বরিশালবাসীর সবার সহযোগীতা প্রয়োজন হবে।’ বরিশাল কবি জীবনানন্দ দাশ স্টেডিয়ামে অনুষ্ঠানের উদ্বোধনকালে বিসিবি সভাপতি আমিনুল ইসলামের পাশাপাশি বরিশালের বিভাগীয় কমিশনার কাউসার রায়হান, জেলা ও মহানগর ক্রীড়া সংস্থার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে অনূর্ধ্ব-১২ বালক-বালিকাদের সিক্স-এ সাইড ক্রিকেট, পেস হান্টিং, চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ বিভিন্ন ইভেন্টের আয়োজন করা হয়। যেখানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ক্রিকেট অনুরাগী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। বিকেলে তাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।