শ্রীলংকাকে ২৪৪ রানে গুঁড়িয়ে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ
শ্রীলংকা ক্রিকেট দলকে ৪৯.২ ওভারে ২৪৪ রানে অলআউট করে জয়ের স্বপ্ন দেখছে বাংলাদেশ।
বুধবার শ্রীলংকার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে ২৯ রানে ৩ উইকেট হারানো শ্রীলংকা অধিনায়ক চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ২৪৪ রান সংগ্রহ করে। দলের হয়ে একাই ১০৬ রান করেন অধিনায়ক। এছাড়া কুশাল মেন্ডিস করেন ৪৫ রান।
বাংলাদেশ দলের হয়ে ৪৭ রানে ৪ উইকেট শিকার করেন তাসকিন আহমেদ। ৪৬ রানে ৩ উইকেট নেন তানজিম হাসান সাকিব।
টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় স্বাগতিক শ্রীলংকা । আগে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে যায় লংকানরা।২৯ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে যাওয়ার পর, শ্রীলংকার হাল ধরেন অধিনায়ক আসালাঙ্কা।
৬.১ ওভারে টপঅর্ডার তিন ব্যাটসম্যান ফিরে যাওয়ার পর শ্রীলংকার ত্রাতা হিসেবে আবির্ভূত হন অধিনায়ক। চতুর্থ উইকেটে কুশাল মেনন্ডিসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ৪৩ বলে ৪৫ রান করে ফেরেন মেন্ডিস।
এরপর জেনিথের সঙ্গে আসালাঙ্গা গড়েন ৭৬ বলে ৬৪ রানের জুটি। ষষ্ঠ ও সপ্তম উইকেটে মিলান রত্নায়েকে ও ওয়ানেন্দু হাসারাঙ্গার সঙ্গে ৩৯ ও ৩৪ রানের জুটি গড়ে দলকে আড়াইশো রানের দোড় গোড়ায় নিয়ে যান অধিনায়ক।
পঞ্চম ওভারের তৃতীয় বলে ব্যাটিংয়ে নেমে অনবদ্য ব্যাটিং করে শেষ ওভারের প্রথম বলে আউট হন আসালাঙ্কা। তার আগে ১২৩ বলে ৬টি চার আর ৪টি ছক্কার সাহায্যে খেলেন ১০৬ রানের ইনিংস। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের পঞ্চম সেঞ্চুরি। তবে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয়।
এর আগে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১২৭ ও ১১০ রানের ইনিংস খেলেন আসালাঙ্কা। ২০২৩ সালে দিল্লিতে বাংলাদেশের বিপক্ষে খেলেন ১০৫ বলে ১০৮ রানের ইনিংস। গত বছরের ৬ জানুয়ারি কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে খেলেন ১০১ রানের ইনিংস।