বিশাল ক্ষতি ভারতের, পায়ের চোট ছিটকে দিল পান্তকে
চতুর্থ টেস্টের প্রথম দিনেই বড় ধাক্কা খেল ভারত। ওল্ড ট্র্যাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে খেলতে নেমে চোট পেয়ে মাঠ ছাড়লেন ঋষভ পান্ত। ৩৭ রানে ব্যাট করার সময় চোট পান ভারতের উইকেটকিপার ও সহ-অধিনায়ক। এরপর মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে গলফ-বাগি করে বাইরে যেতে হয় তাকে। পরে স্ক্যানের জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ক্রিস ওকসের বল রিভার্স সুইপ করতে গিয়ে ভেতরের দিকে ব্যাটে লাগা বলটি পান্তের ডান পায়ের পাতায় আঘাত হানে। এলবিডব্লিউর আবেদন হয়েছিল, রিভিউতেও রক্ষা পান তিনি। তবে আঘাতটা এতটাই গুরুতর ছিল যে, তিনি আর দাঁড়িয়ে থাকতে পারেননি। ডান পা ফুলে যায় সঙ্গে সঙ্গেই। ব্যথায় কাতরাতে থাকেন পান্ত।
মাঠ থেকে বের হয়ে প্রথমে মাঠের চিকিৎসা কেন্দ্রে যান তিনি। সেখানে ভারত অধিনায়ক শুভমান গিল গিয়ে তাকে দেখে আসেন। এরপর নেওয়া হয় হাসপাতালে।
ঋষভ পান্তের ইনজুরির সময় ক্রিজে ছিলেন সাই সুদর্শন। তিনিই ব্যাটিং পার্টনার ছিলেন। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে পান্তের অবস্থা জানিয়ে তিনি বলেন, ‘ও অনেক ব্যথায় ছিল, একেবারেই স্বস্তিতে ছিল না। স্ক্যান করানো হয়েছে, বিস্তারিত রাতেই জানা যাবে।’
পান্তের ইনজুরি কতটা বড় ধাক্কা — জানতে চাইলে সুদর্শন বলেন, ‘সে খুব ভালো ব্যাট করছিল। যদি না ফেরে, তাহলে একজন সেট ব্যাটারকে হারানোটা অবশ্যই প্রভাব ফেলবে। তবে এখন যারা ব্যাট করছে, তারা এবং ড্রেসিংরুমে থাকা অলরাউন্ডাররা চেষ্টা করবে এই ঘাটতি পূরণ করতে।’
ইনজুরির আগে ৪৮ বলে ৩৭ রান করেন পান্ত। জফরা আর্চারের একটি বল স্লগ সুইপ করে চার মেরেছিলেন। তবে পরের বলেই রিভার্স সুইপ করতে গিয়ে ব্যর্থ হন এবং সেখান থেকেই চোট পান।
এই নিয়ে টানা দুই টেস্টে ইনজুরিতে পড়লেন পান্ত। এর আগের টেস্টে, লর্ডসে, কিপিংয়ের সময় বাম হাতের তর্জনীতে বল লাগে। পরে সেই ম্যাচে ধ্রুব জুরেল কিপার হিসেবে তার বদলি ছিলেন। যদিও সেই চোট নিয়েই ম্যানচেস্টারে খেলতে নামেন পান্ত, এবার নতুন করে চোটে পড়লেন ডান পায়ে।
ভারতের জন্য এই ইনজুরি কতটা বড় ক্ষতি হবে, তা নির্ভর করবে পান্ত মাঠে ফিরতে পারেন কি না তার ওপর। আপাতত পুরো দলই স্ক্যান রিপোর্টের অপেক্ষায়!