ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল, যা বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ভারত-পাকিস্তানের ম্যাচ বাতিল, যা বললেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার

ভারত চ্যাম্পিয়নস বনাম পাকিস্তান চ্যাম্পিয়নস – এই ম্যাচটির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিল পুরো ক্রিকেট দুনিয়া। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস ২০২৫ আসরের এই চতুর্থ ম্যাচটি হওয়ার কথা ছিল রোববার, এজবাস্টনে। কিন্তু হঠাৎ করেই ম্যাচটি বাতিল হয়ে যায়। এতে হতাশ হন ভক্তরা। প্রতিক্রিয়া জানান অনেক সাবেক ক্রিকেটারও।

এই ম্যাচ বাতিলের পর নিজের মনের কথা জানিয়েছেন সাবেক অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক-ব্যাটার বেঞ্জামিন ডাঙ্ক। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘একজন ক্রিকেটপ্রেমী হিসেবে আমি সব ধরণের ক্রিকেটকেই ভালোবাসি। যত বেশি ক্রিকেট হবে, ততই ভালো।’

তিনি আরও বলেন, ‘প্রত্যেকেরই নিজস্ব পছন্দ ও মতামত থাকার অধিকার আছে। কেউ কী দেখবে বা কাকে সমর্থন করবে, সেটা সে ঠিক করবে। আমি সবার দৃষ্টিভঙ্গির প্রতি শ্রদ্ধাশীল। আমি চাই, ভবিষ্যতে খেলাধুলা সবাইকে একসঙ্গে নিয়ে আসুক।’

৩৮ বছর বয়সী ডাঙ্ক আরও বলেন, পাকিস্তান চ্যাম্পিয়নস দলটি খুবই শক্তিশালী। তাদের প্রত্যেকেই নিজ নিজ ক্ষেত্রে তারকা। তবে তিনি একজন খেলোয়াড়কে নিয়ে আলাদা করে উদ্বিগ্ন।

তিনি বলেন, ‘এটা তো লেজেন্ডদের টুর্নামেন্ট। এমন কোনো খেলোয়াড় নেই যে নিজের জায়গায় চ্যাম্পিয়ন নয়। আমি মোহাম্মদ হাফিজের সঙ্গে লাহোর কালান্দার্সে খেলেছি। আমরা একসঙ্গে সময় কাটিয়েছি, আর একটা ভালো সম্পর্ক গড়ে উঠেছিল, যা পারস্পরিক শ্রদ্ধার ওপর ভিত্তি করে ছিল – অন্তত আমি তাই আশা করি!’

ডাঙ্ক যোগ করেন, ‘প্রথম ম্যাচে হাফিজ সর্বোচ্চ রান করেছে। তাকে আমরা কিছুটা ভয় পাই।’

পাকিস্তান চ্যাম্পিয়নস টুর্নামেন্টের শুরুটা করেছে জয়ে। প্রথম ম্যাচে তারা ইংল্যান্ড চ্যাম্পিয়নসকে ৫ রানে হারায়। ১৬১ রান ডিফেন্ড করে তারা ইংল্যান্ডকে ২০ ওভারে ১৫৫ রানে আটকে রাখে। শেষ ওভারে ইংল্যান্ডের দরকার ছিল ১৬ রান, কিন্তু সোহেল খান মাত্র ১০ রান দিয়ে জয় নিশ্চিত করেন।