উইন্ডিজ ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল আইসিসি

উইন্ডিজ ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল আইসিসি

ক্রিকেটারদের শাস্তি এখন নিয়মিত ঘটনা। আচরণবিধি ভঙ্গের কারণে প্রায়ই ক্রিকেটারদের বিভিন্ন রকম শাস্তি দিয়ে থাকে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। এবার ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারকে কঠিন শাস্তি দিল ক্রিকেটের অভিভাবক সংস্থা। ওয়েস্ট ইন্ডিজের জেইডেন সিলসকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসি আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে সিলসকে শাস্তি দেওয়ার কথা। বার্বাডোজে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে প্যাট কামিন্সকে ড্রেসিংরুমের পথ দেখিয়েই মূলত এমন শাস্তি পেয়েছেন সিলস। আইসিসি আচরণবিধির ২.৫ নম্বর অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগ উঠেছে ক্যারিবীয় পেসারের বিরুদ্ধে। এই অনুচ্ছেদ অনুযায়ী, করেছেন ২৩ বছর বয়সী এ পেসার। এই অনুচ্ছেদ অনুযায়ী আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাটারের দিকে অপমানজনক ভাষা, আচরণ ও ইঙ্গিত করা, ব্যাটারকে আউট করার পর উত্তেজিত করার মতো প্রতিক্রিয়া দেখালে শাস্তি পেতে হবে।