অনলাইনে রংপুর দলের কার্যক্রম পরিচালনা করবেন মিকি আর্থার
রংপুর রাইডার্সের কোচ হিসেবে এবার মাঠে সরাসরি থাকছেন না দলের প্রধান কোচ মিকি আর্থার। তবে ইংল্যান্ডের ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচিংয়ের ব্যস্ততার কারণে প্রায় ৭৫০০ কিলোমিটার দূর থেকে অনলাইনে রংপুর দলের কার্যক্রম পরিচালনা করবেন তিনি। গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর আগামী ১০ জুলাই গায়ানায় শুরু হচ্ছে। বৈশ্বিক এই টুর্নামেন্টে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসেবে শিরোপা ধরে রাখার মিশনে নামবে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স। ঢাকায় অনুষ্ঠিত জার্সি উন্মোচন অনুষ্ঠানে রংপুর রাইডার্সের টিম ডিরেক্টর শানিয়ান তানিম জানান,‘বর্তমানে ইংলিশ কাউন্টি চ্যাম্পিয়নশিপ চলছে এবং মিকি ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের কোচ হওয়ায় তিনি আসতে পারবেন না। তাই আমরা গ্রেগ স্মিথকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দিচ্ছি। তিনি মিকির ওপর সম্পূর্ণ আস্থা রাখেন। মিকি খেলোয়াড়দের সঙ্গে যোগাযোগ রাখবেন এবং নিয়মিত পরামর্শ দেবেন। গ্রেগ মাঠে দলের নেতৃত্ব দেবেন মিকির দিকনির্দেশনায়।’ গত আসরেও অনুরূপভাবে দায়িত্ব পালন করেছিলেন মিকি আর্থার। সে সময় পাকিস্তান ক্রিকেট দলের টিম ডিরেক্টর থাকার পাশাপাশি ডার্বিশায়ার কাউন্টি ক্লাবের প্রধান কোচের দায়িত্বও সামলেছেন তিনি। এবারও রংপুর রাইডার্সের অধিনায়ক থাকছেন নুরুল হাসান সোহান। ২০২৩ সাল থেকে দলকে নেতৃত্ব দিয়ে আসছেন এই উইকেটরক্ষক ব্যাটার। গত আসরের স্কোয়াড থেকে সৌম্য সরকার, সাইফ হাসান, কামরুল ইসলাম রাব্বি ও হারমিত সিংকে রাখা হয়েছে। বিদেশি খেলোয়াড়দের মধ্যে আছেন ওয়েস্ট ইন্ডিজের কাইল মায়ার্স, দক্ষিণ আফ্রিকার লেগ স্পিনার তাবরাইজ শামসি, পাকিস্তানের অলরাউন্ডার ইফতিখার আহমেদ এবং আফগানিস্তানের ওপেনার ইব্রাহিম জাদরান। শানিয়ান তানিম আরও বলেন, ‘গতবারের গ্লোবাল সুপার লিগ এবং বিপিএলের শেষ আসরেও মিকি আর্থার আমাদের প্রধান কোচ ছিলেন। আমরা তার দক্ষতার ওপর আস্থা রাখি। স্কোয়াড গঠনের সময় আমরা তার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখেছি এবং গায়ানার পিচে কারা ভালো পারফর্ম করতে পারেন, তা নিয়ে আলোচনা করেছি।’ এবারের আসরে রংপুর রাইডার্স ছাড়াও অংশ নিচ্ছে দুবাই ক্যাপিটালস, সেন্ট্রাল স্ট্যাগস, গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স ও হোবার্ট হ্যারিকেন্স। নিজেদের প্রথম ম্যাচে ১১ জুলাই গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের মুখোমুখি হবে রংপুর রাইডার্স।
রংপুর রাইডার্স স্কোয়াড : নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, নাঈম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, কামরুল ইসলাম রাব্বি, সাইফ হাসান, আবু হায়দার রনি, রাকিবুল হাসান, ইয়াসির আলী চৌধুরী, কাইল মেয়ার্স, তাবরাইজ শামসি, ইব্রাহিম জাদরান, ইফতিখার আহমেদ, আকিফ জাভেদ, হারমিত সিং ও খাজা নাফে।