তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বুধবার শ্রীলঙ্কার কাছে ৭৭ রানে হেরে যায় বাংলাদেশ। হারের চেয়েও বড় লজ্জার বিষয় হারের ধরন। ৫ রানে ৭ উইকেট হারানোর কীর্তি আগে কখনোই দেখেনি ক্রিকেট।
যেভাবে বাংলাদেশ হেরেছে শ্রীলঙ্কার সাথে, তা ভাষায় বর্ণনা করা যায় না। লজ্জার হার অনেক আছে টাইগারদের, তবে এভাবে হারেনি কখনো। ১ উইকেটে ১০০ থেকে ৮ উইকেটে ১০৫!
অন্য সবার মতো বিষয়টা মানতে পারছেন না ইফতেখার আহমেদ মিঠু। বিসিবির পরিচালক এবং মিডিয়া বিভাগের চেয়ারম্যান বেশ হতাশ এমন হারে। ছুড়ে দিয়েছেন ক্ষোভ।
হার নতুন কিছু নয় বাংলাদেশের জন্য। শেষ ৬ ওয়ানডেতেই হেরেছে টাইগাররা। তবে কাল যেভাবে আত্মসমর্পণ করেছেন লিটন-মিরাজরা, তা ছিল দৃষ্টিকটু। তাদের ব্যাটিং দেখে অন্য সবার মতোই হতাশ বিসিবি পরিচালক মিঠু।
এক গণমাধ্যমের সাথে আলাপকালে মিঠু বলেন, ‘কিছুই বলার নেই আসলে। সিনিয়ররা যদি এখনো দলের হাল ধরতে না পারেন তাহলে আর কবে? এমন ব্যাটিং খুবই হতাশজনক। আমরা স্পিন বল খেলতে পারি না, বাউন্সার খেলতে পারি না, তাহলে কী খেলতে পারি?'
এই সময় ক্রিকেটারদের ছন্দে ফেরার জন্য আরো পরিশ্রমের পরামর্শ দেন মিঠু। বলেন, খেলোয়াড়রা আউট অফ ফর্ম হতে পারে। তখন অবশ্যই অনুশীলনের দিকে মনোযোগটা বেশি বাড়াতে হবে। যে রকমটা মুশফিক করে থাকে।
‘এ ছাড়া ঘরোয়াতে ভালো খেলার পরও আন্তর্জাতিকে এসে অনেকে ভালো খেলতে পারে না। তরুণরাও ভালো করতে পারছে না।’- যোগ করেন মিঠু।