উইন্ডিজ ক্রিকেটারের বিরুদ্ধে ১১ নারীর যৌন নিপীড়নের অভিযোগ
ওয়েস্ট ইন্ডিজের এক ক্রিকেটারের বিরুদ্ধে যৌন নিপীড়ন, যৌন হয়রানি ও একাধিক ধর্ষণের অভিযোগ উঠেছে। ক্যারিবীয় অঞ্চলের গণমাধ্যমগুলো খবরটি জানিয়েছে। জাতীয় দল সদস্য উল্লেখ করা হলেও ওই ক্রিকেটারের নাম প্রকাশ করা হয়নি।
সংবাদ মাধ্যমগুলো বলছে, অন্তত ১১ জন নারী ওই ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ এনেছেন, যাদের মধ্যে একজন কিশোরী রয়েছেন। অভিযোগ, ওই ক্রিকেটার কাউকে ধর্ষণ, কাউকে বিকৃত যৌনাচার এবং কাউকে যৌন নিপীড়ন করেছেন। পাশাপাশি কুকীর্তি ধামাচাপা দিতে অনেক চেষ্টা করেছেন। অবশ্য এখনও অভিযুক্ত ক্রিকেটারের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ করা হয়নি।
ধর্ষণের ঘটনাগুলো ঘটেছে বছর দুয়েক আগে। সেসময়ে অভিযোগকারীদের একজন আইনজীবীর পরামর্শ নিয়েছিলেন। কিন্তু সরাসরি আইনি পথে অভিযোগ দায়ের হয়নি ক্রিকেটারের বিরুদ্ধে। নতুন করে বিষয়টি প্রকাশ্যে আসার পর শুরু হয়েছে বিতর্ক। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) সঙ্গে যোগাযোগ করেছে স্থানীয় সংবাদমাধ্যম স্পোর্টসম্যাক্স টিভি। বোর্ড বিষয়টি নিয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
অভিযুক্ত ক্রিকেটারের নাম প্রকাশ না করা হলেও সংবাদমাধ্যমগুলো বলছে, গায়ানাতে জন্ম নেয়া ওই ক্রিকেটারের দুর্দান্ত পারফরম্যান্সে ২০২৪ সালের জানুয়ারিতে গ্যাবায় অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়া সফর শেষে গায়ানায় ফেরার সময় নায়কোচিত সংবর্ধনা দেয়া হয়েছিল তাকে। বর্তমানের অস্ট্রেলিয়ার ওয়েস্ট ইন্ডিজ সফরের দলেও আছেন তিনি।