চার বলেই খেল খতম।,ছবি: এসিসি ক্রিকেট কাউন্সিল

৭ জন প্লেয়ার আউট হলেন শূন্যতে, চার বলে খেল খতম, ২২ গজে হল বিরাট রেকর্ড

চার বলেই খেল খতম! ৭ জন আউট হলেন শূন্যতে। ভাবছেন তো, এও সম্ভব কিনা! এমনটাই ঘটেছে এসিসি পুরুষদের অনূর্ধ্ব-১৬ ইস্ট জোন কাপে। অনূর্ধ্ব-১৬ হংকং-চিন এবং মলদ্বীপের মধ্যে ম্যাচটি ছিল রেকর্ড-ব্রেকিং। হংকং-চিন মাত্র চার বল খেলেই ম্যাচটি জিতে নেয়। মলদ্বীপকে একেবারে ল্যাজেগোবরে করে ছাড়ে চিনের টিম। মলদ্বীপের দেওয়া লক্ষ্য তাড়া করতে নেমে, কোনও উইকেট না হারিয়ে মাত্র ৪ বলেই জয় ছিনিয়ে নেয় হংকং-চিন। দলের সব খেলোয়াড়ই দুর্দান্ত পারফরম্যান্স করে জয় নিশ্চিত করে। এই ম্যাচে মলদ্বীপের ৭ জন ব্যাটসম্যান তাদের খাতাও খুলতে পারেনি।

বিরাট জয় হংকং-চিনের

প্রথমে ব্যাট করতে নেমে মলদ্বীপ ১৭ ওভারের মধ্যে ২০ রানে গুটিয়ে যায়। আসলে হংকং-চিনের বোলারদের আগুনে পুড়ে খাক হয়ে যায় মলদ্বীপ। দলের সর্বোচ্চ রান সংগ্রহকারী ছিল মলদ্বীপের অধিনায়ক হামদ হুসেন। দলের হয়ে হামদ হুসেন ৬ রান করে। এছাড়া ওপেনার সাদিকীন বাওয়া মহম্মদ শিফান দুই রান করার পর আউট হয়। ইউসুফ ফায়াল ফয়সাল এক রানের ব্যক্তিগত স্কোরে এবং নেহাল মহম্মদ আবদুল্লাহ তিন রান করে আউট হয়। মজার বিষয় হল, মলদ্বীপের চার জন ব্যাটার তাদের খাতা খুললেও, বাকি ৭ জন প্লেয়ার শূন্য রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যায়।

Hong Kong, China U16 needed just 4 legal deliveries to seal the chase in ACC Mens U16 East Zone Cup 2025

মলদ্বীপ তাদের প্রথম উইকেট চার রানে হারায় এবং এর পর তাদের আরও ২টি উইকেট পড়ে ৮ রানের মাথায়। এবং দলের ১৩ রানে পড়ে যায় আরও দুই উইকেট। এর পর ১৪ রানে পড়ে আরও ২টি। সপ্তম এবং অষ্টম উইকেট ১৬ রানে পড়ে এবং শেষ ২টি উইকেট ২০ রানে পড়ে। হংকং-চিনের আরভ খাদেরিয়া ২.৫ ওভারে এক রান দিয়ে চারটি উইকেট নেয়। এই বোলার একটি মেডেন ওভারও করে। শুধু তাই নয়, হরিশঙ্কর ভেঙ্কটেশ এবং প্রাণশ বিমল কালাথিয়া ৩টি করে উইকেট নেয়।

Hong Kong, China U16 needed just 4 legal deliveries to seal the chase in ACC Mens U16 East Zone Cup 2025

হংকং-চিন চার বলের মধ্যেই ম্যাচ জিতে নেয়

লক্ষ্য তাড়া করতে নেমে হংকং-চিন মাত্র চার বলের মধ্যেই ম্যাচ জিতে নেয়। দলের হয়ে উইকেটরক্ষক ব্যাটার শ্রেয় নীলেশ কুমার একাই চার বলে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়, দু’টি চার ও দু’টি ছক্কার সাহায্যে ৫০০ স্ট্রাইক রেটে। তাঁর সতীর্থ ইউয়ান টান একটি বলও খেলার সুযোগ পাননি। মলদ্বীপের হয়ে অধিনায়ক হামদ হুসেন এই ওভারটি করেছিলেন। তিনি এই ওভারে দু’টি ওয়াইড বলও করেন।