টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত

টেস্টের অধিনায়কত্ব ছাড়লেন নাজমুল শান্ত

শ্রীলঙ্কা সিরিজ থেকেই বাংলাদেশ দলের অধিনায়ক নিয়ে সবার মধ্যে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিলো। নাজমুল হোসেন শান্ত কি তাহলে অধিনায়কত্ব ছাড়তে যাচ্ছেন। কলম্বো টেস্টে ঠিক সেই প্রশ্নের উত্তর পাওয়া গেল। শ্রীলঙ্কার কাছে ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে ম্যাচ হারার সাথে সাথে সিরিজ হেরে দায়িত্ব ছাড়লেন শান্ত।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এসে নাজমুল শান্ত আগেই ঘোষণা দিলেন, ‘আমার একটা ঘোষণা ছিল। আমি বাংলাদেশ দলের টেস্ট অধিনায়কত্বের দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিচ্ছি। আমি টেস্ট সংস্করণে আর অধিনায়কত্ব চালিয়ে যেতে চাই না।’

‘আমি একটা জিনিস সবাইকে পরিষ্কারভাবে বার্তা দিতে চাই যে, এটা কোনো ব্যক্তিগত কিছু না। দলের ভালোর জন্যই এই সিদ্ধান্তটা নেয়া এবং এটাতে দলের ভালো কিছু হবে বলে মনে করি। আমার ব্যক্তিগত মতামত যে, তিন অধিনায়ক একটু কঠিন হতে পারে। পুরোটা দলের ভালোর জন্য আমি এখান থেকে সরে এসেছি।’

শান্ত এখন পর্যন্ত বাংলাদেশের হয়ে ১৪ টেস্টের নেতৃত্ব দিয়েছেন। ২০২৩ সালের নভেম্বর মাসে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দিয়ে অধিনায়কত্ব শুরু করেন এ ব্যাটার। তার অধীনে বাংলাদেশ দল চারটি ম্যাচে জিতেছে যার মধ্যে পাকিস্তানের সাথে দুটি ম্যাচ রয়েছে।