তামিমের ফিফটির পর রানআউট শান্ত

তামিমের ফিফটির পর রানআউট শান্ত

তানজিদ তামিম বেশ ছন্দে আছেন অনেকদিন, তবে ইনিংস বড় করতে পারছিলেন না। আজ সুযোগ পেয়ে হাতছাড়া করলেন না। স্বভাবজাত ভঙ্গিতে তুলে নিয়েছেন ফিফটি।

ক্যারিয়ারের চতুর্থ ওয়ানডে ফিফটি তুলে নিয়েছেন তামিম। মাত্র ৫১ বলে এই মাইলফলকে পৌঁছান তিনি। সুযোগ আছে ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরিটা তুলে নেয়ার।

ফিফটি তুলে নেয়ার পথে নাজমুল হোসেন শান্তর সাথে গড়ে তোলেন দারুণ এক জুটি। যে জুটিতে ভর করে জয়ের দিকে ধীরে ধীরে এগিয়ে যাচ্ছিলো বাংলাদেশ। তবে দলীয় রান ১০০-তে পৌঁছুতেই ধাক্কা খেল দল।

জোড়া রান নিতে গিয়ে রান আউট হয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত। ২৬ বলে ২৩ রানে আউট হয়েছেন তিনি। ভেঙেছে তামিমের সাথে তার ৭১ বলে ৭১ রানের জুটি। ১৬.৩ ওভারে স্কোর তুলেছে ২ উইকেটে ১০০।

জয়ের জন্য ৩৩.৩ ওভারে চাই আর মাত্র ১৪৫ রান। তানজিদ ৫৮ বলে ৬১ রানে অপরাজিত আছেন।

এর আগে পারভেজ ইমন ভালো শুরু করেও ইনিংস বড় করতে পারেননি, বড় শট খেলতে গিয়ে ফেরেন ১৬ বলে ১৩ রানে। ২৯ রানে ১ম উইকেট হারায় বাংলাদেশ।

উল্লেখ্য, আজ বুধবার কলম্বোতে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাট করতে নামে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে বল হাতে লঙ্কানদের চেপে ধরে বাংলাদেশ, গুটিয়ে দেয় ৪৯.২ ওভারে ২৪৪ রানে। সেঞ্চুরি করেন চারিথ আসালাঙ্কা।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ ৪টি, তানজিম সাকিব ৩টি এবং তানভির ইসলাম ও নাজমুল শান্ত একটি করে উইকেট নেন।