জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে : সেলিম উদ্দিন
জুলাই বিপ্লবের মাধ্যমে দেশ ও জাতির ভাগ্য পরিবর্তনের ঐতিহাসিক শুভ সূচনা শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, জুলাই বিপ্লব অর্থবহ করতে গণহত্যার বিচার হতে হবে।
বুধবার (২ জুলাই) বিকেলে রাজধানীর মহাখালী জামিয়া মুহাম্মাদিয়া ইসলামিয়া মাদ্রাসায় জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তর আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে কেন্দ্র ঘোষিত খাবার বিতরণ কর্মসূচি পালনকালে সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আরও পড়ুন
সেলিম উদ্দিন বলেন, মূলত: ছাত্র-জনতার ঐক্যবদ্ধ জুলাই অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী বাকশালীদের দীর্ঘ প্রায় ১৬ বছরের অপশাসন-দুঃশাসনের কবল থেকে জাতি মুক্তি পেয়েছে। দেশের মানুষ নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে এগিয়ে চলছে। জুলাই বিপ্লব আমাদের এ বার্তায় দিয়েছে যে, দেশে হত্যা, সন্ত্রাস, নৈরাজ্য, গুম, অপহরণ, গুপ্তহত্যাসহ কোনো মনোপলীর রাজনীতি চলবে না। সংগ্রামী জনতা দেশে কোনো ধরনের দুর্নীতি, দুঃশাসন, লুটপাট, চাঁদাবাজি, টেন্ডারবাজি হতে দেবে না।
তিনি বলেন, দেশে আর কখনও আওয়ামী ফ্যাসিবাদ ও মাফিয়াতন্ত্র ফিরে আসবে না বা জনগণ নতুন করে ফ্যাসিবাদের এক্সটেনশন মেনে নেবে না। মানুষের তৈরি আইন দিয়ে দেশ পরিচালিত হওয়ার কারণে মানুষের মুক্তি মেলেনি। তাই জুলাই বিপ্লবের চেতনা উজ্জীবিত হয়ে দেশে আল্লাহর আইন ও সৎলোকের শাসন প্রতিষ্ঠায় দেশের আলেম সমাজসহ সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরেও দেশের মানুষ তাদের অধিকারের নিশ্চয়তা পায়নি। মানুষের তৈরি করা আইন দিয়ে তাদের ওপর অপশাসন-শাসন চালানো হয়েছে। কেড়ে নেওয়া হয়েছে তাদের সব ধরনের অধিকার। মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের কল্যাণ কোনোভাবেই সম্ভব নয়; আল্লাহর দেওয়া জীবনবিধানই নির্ভুল।
সেলিম উদ্দিন বলেন, আওয়ামী বাকশালীরা ইসলাম ও ইসলামী মূল্যবোধ এবং মাদ্রাসা ছাত্রদের বিশেষভাবে টার্গেট করে জুলুম-নির্যাতন চালিয়েছে। ৫মে হেফাজতের সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে শত শত মাদ্রাসা শিক্ষার্থীদের শহীদ করা হয়েছে। আবার পতিত প্রধানমন্ত্রী গরুর রক্ত মেখে অভিনয় করেছেন বলে শহীদদের প্রতি কটাক্ষ করতে কসুর করেননি। জুলাই বিপ্লব হয়েছিল ইসলামী চেতনার ভিত্তিতেই।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সহকারী সেক্রেটারি ইয়াছিন আরাফাত, ঢাকা মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সম্পাদক আতাউর রহমান সরকার, ঢাকা-১৭ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এস এম খালিদুজ্জামান, জামিআ মুহাম্মাদিয়া ইসলামিয়া, ঢাকার মুহতামিম শায়খুল হাদীস মুফতী মাওলানা নো’মান, সহ-মুহতামিম মুফতী ওয়াজেদ আলী, গুলশান পশ্চিম থানা জামায়াতের আমির মাহমুদুর রহমান আজাদ ও পূর্ব থানা আমির জিল্লুর রহমান।
জেইউ/এআইএস