জনগণের সঙ্গে মিশে থাকা যে সম্পর্ক, তা সময়ের নয়, আস্থা আর কর্মের: হুম্মাম কাদের চৌধুরী
জনগণের সঙ্গে মিশে থাকা যে সম্পর্ক, তা সময়ের নয়, আস্থা আর কর্মের বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী। তিনি আজ বৃহস্পতিবার বিকালে তার ফেরিভাইড ফেসবুক স্ট্যাটাসে এ কথা বলেন।
তিনি বলেন, রাজনীতিতে সময় বদলেছে, পটভূমি বদলেছে, কিন্তু জনসম্পৃক্ত সেই নামগুলোর অবস্থান বদলায়নি। সে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী হোন বা তার উত্তরসূরী , এই জনপ্রিয়তায় কখনো ভাটা পড়েনি। তারা জনতার মাঝে ছিলেন, আছেন, থাকবেন।