কোনোদিন ভোটকেন্দ্রে যায়নি, তারা শেখাচ্ছে কীভাবে ভোট হবে: রনি

কোনোদিন ভোটকেন্দ্রে যায়নি, তারা শেখাচ্ছে কীভাবে ভোট হবে: রনি

সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, যারা কোনোদিন ভোটকেন্দ্রে যাননি তারা ছবক দিচ্ছেন নির্বাচন কিভাবে হবে। যারা রাজনীতিতে ৩৫ থেকে ৪০ বছর সময় দিয়েছেন তাদেরকে রাজনীতি শেখাচ্ছেন কোনোদিন রাজনীতি না করা মানুষগুলো।

সম্প্রতি একটি টেলিভিশন টকশোতে অংশ নিয়ে এসব কথা বলেন তিনি। গোলাম মাওলা রনি বলেন, আমরা ৩৫ থেকে ৪০ বছর রাজনীতির পেছনে ব্যয় করেছি। যা উপার্জন করেছি তার ৮০ থেকে ৯০ ভাগ জনগণের জন্য দিয়েছি। কেউ কেউ আরো বেশি দিয়েছেন। এখন সেই মানুষের সামনে এসে রাজনীতি শেখাচ্ছেন এমন কিছু মানুষ যারা জীবনে কোনোদিন রাজনীতি করেননি।

সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, সংস্কারের কোনো কিছুই হচ্ছে না। এখানে কেবল সময়, অর্থ ও শক্তির অপচয় হচ্ছে। যেখানে রাজনৈতিক দলগুলো তাদের উপজেলা কমিটি করতে হিমশিম খায়; কমিটি হলে ঝাড়ু মিছিল হয়; সেখানে সবগুলো দলকে ঐকমত্যে নিয়ে আসবে- এই থিউরিটাই ভোগাস। এটা সম্ভব নয়।

তিনি বলেন, এখন যা কিছু হচ্ছে; আগামীতে ক্ষমতায় এসে যদি কেউ বলে এসব মানবো না; কিছুই করার নেই। এখানে পার্লামেন্টের মেজরিটির ওপর সবকিছু নির্ভর করে। এখন যা কিছু হচ্ছে এগুলো আসলে নির্বাচন বা সংস্কারের জন্য নয়। এর পেছনে অদৃশ্য কিছু বিষয় আছে।

তিনি আরও বলেন, অবস্থাদৃষ্টে মনে হয়, এনসিপি ও জামায়াত এই মুহুর্তে এত বেশি ক্ষমতাসম্পন্ন যে, তাদের সঙ্গে হাত মেলানোর জন্য বড় বড় মানুষ পাগল হয়ে যায়। কিছু কিছু মানুষ তাদের কাছে করুণা চায়।