আলোচনা সভায় ঢাকা জেলা যুবদলের নেতাকর্মীরা। ছবি : সংগৃহীত

অনির্বাচিত সরকার দিয়ে মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয়: মুরাদ

অনির্বাচিত সরকার দিয়ে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা যুবদলের সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ।

বৃহস্পতিবার (৩ জুলাই) ঢাকার ধামরাই উপজেলার বাইশকান্দা ও ভাড়ারিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বাইশকান্দা ইউনিয়নের দলীয় কার্যালয় ও ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদ অফিসে এই সভা হয়।

ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, নির্বাচিত সরকারের উদ্যোগ ছাড় কোনো সংস্কার টেকসই হবে না। দেশের স্থিতিশীলতার জন্যও জনগণের প্রতিনিধিত্বশীল সরকারের বিকল্প নেই। অবিলম্বে জাতীয় নির্বাচনের ব্যবস্থার দাবি জানিয়ে তিনি বলেন, ১৭ বছর মানুষ ভোট দিতে পারেনি। দেশের মানুষ এখন ভোট দিতে উন্মুখ হয়ে রয়েছে, তারা আর বিলম্ব চায় না।

মুরাদ বলেন, এবারের গণঅভ্যুথান শুধু এক মাসের আন্দোলনের ফসল নয়। ১৭ বছর নির্যাতন, হামলা-মামলার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার মধ্য দিয়ে যে বিপ্লবের চেতনা ধারণ করেছে মানুষ, তারই ধারাবাহিকতায় ৫ আগস্ট গণঅভ্যুথান হয়েছে।

বাইশকান্দার সভায় সভাপতিত্ব করেন স্থানীয় বিএনপি নেতা আরফান আলী। ভাড়ারিয়ার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এস আহম্মদ। বক্তব্য দেন স্থানীয় নেতা আবু তাহের মুকুট, লোকমান দেওয়ান, আনসার আলী, আব্দুস সালাম, এনায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা মনজুরুল কবির, আবুল কালাম আজাদ, শহীদুর রহমান শহীদ প্রমুখ।