সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন

সংখ্যানুপাতিক নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন

সংখ্যানুপাতিক বা পিআর পদ্ধতির নির্বাচনে যেতে হলে সংসদের সিদ্ধান্ত প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২ জুলাই) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তিনটি দলের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক শেষে তিনি এ মন্তব্য করেন।

আমীর খসরু বলেন, যেকোনো মৌলিক পরিবর্তন আনতে হলে জনগণের নির্বাচিত সংসদের ভোট প্রয়োজন। সব বিষয়ে ঐকমত্য হবে না, যা বাইরে থাকবে তা জনগণের মতামতের মাধ্যমে করতে হবে।

দিনের প্রথম বৈঠক বিকেল ৩টা ২০ মিনিটে শুরু হয় বাংলাদেশ জন অধিকার পার্টির সঙ্গে। এতে বিএনপির পক্ষে থেকে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু। বাংলাদেশ জন অধিকার পার্টির পক্ষে ছিলেন দলটির চেয়ারম্যান ইসমাইল সম্রাট ও সাধারণ সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক।

বিকেল ৪টা ১০ মিনিট থেকে ৪টা ৪৭ মিনিট পর্যন্ত বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সঙ্গে চলা দ্বিতীয় বৈঠকে বিজেপির পক্ষে অংশ নেন দলের চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, মহাসচিব আব্দুল মতিন সাউদ, যুগ্ম মহাসচিব আকবর হোসেন, প্রেসিডিয়াম সদস্য কাজী মোস্তফা তামজিদ এবং সাংগঠনিক সম্পাদক ইলিয়াস মাতব্বর। এ বৈঠকেও বিএনপির পক্ষে একই দুজন নেতা উপস্থিত ছিলেন।

তৃতীয় বৈঠকটি বিএনপির লিয়াঁজো কমিটির সঙ্গে বিকেল ৫টা ৫ মিনিটে শুরু হয় আমজনতা দলের। যেখানে আমজনতা দলের পক্ষে দলের সভাপতি কর্নেল (অব.) মিয়া মশিউজ্জামান এবং সাধারণ সম্পাদক তারেক রহমান উপস্থিত ছিলেন।