জনপ্রিয় সংগীতশিল্পী ইমরান মহমুদুল ‘পারব না তোমাকে ছাড়তে’ শিরোনামে নতুন একটি গান নিয়ে আসছেন। এটি একটি দ্বৈত গান। ইমরানের সহশিল্পী ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত সংগীতশিল্পী হুমায়রা ঈশিকা। এ গানে মডেল হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা।
ইমরানের সঙ্গে মডেল হিসাবে কেয়া পায়েলের এটিই প্রথম কাজ নয়। এর আগেও এ অভিনেত্রী ইমরানের বহু গানের মডেল হয়েছেন। এ জুটির জনপ্রিয় মিউজিক ভিডিওর মধ্যে রয়েছে ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’ ইত্যাদি।
কেয়া পায়েল প্রসঙ্গে ইমরান মাহমুদুল বলেন, ‘তার সঙ্গে আমার কাজের বোঝাপড়াটা অনেক ভালো। আমাদের আগের প্রায় সবগুলো কাজই অনেক জনপ্রিয়তা পেয়েছে। দর্শক-শ্রোতার অনেক অনুরোধ ছিল আমাদের নতুন কাজ দেখার। যে কারণে চার বছর পর আবারো কেয়া পায়েলের সঙ্গে কাজ করা।’
কেয়া পায়েল বলেন, ‘দর্শকের ভালো লাগে বলেই আমরা একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করেছি। ইমরানের গান সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। শুধু তার গানে আমি মডেল হই বিষয়টি এমনই নয়। আমি এটাও চাই যে, আমার নাটকে তার কণ্ঠের গান থাকুক। পারব না তোমাকে ছাড়তে- একটি গল্প নির্ভর মিউজিক ভিডিও। আশা করছি ভালো লাগবে সবার।’